ভারতের প্রথম যা কিছু জানা অজানা তথ্য

                 ভারতের প্রথম যা কিছু
১.ভারতের প্রথম উপগ্রহের নাম কি?
উত্তরঃ আর্যভট্ট (উৎক্ষেপিত হয় 29 এপ্রিল 1975 খ্রিস্টাব্দে) এটি ইসরো তৈরি করে, এটিই ভারতের প্রথম উপগ্রহ।
২. ভারতের প্রথম ভূমি থেকে যোগাযোগকারী উপগ্রহের নাম কি?
উত্তরঃ INSAT-1A , এটি 1982 সালের 10 এপ্রিল প্রথম স্থাপিত করা হয়।
৩. ভারতের প্রথম উৎক্ষেপনকারী মহাকাশযানের নাম কি?
উত্তরঃ SLV-3
৪. ভারতের প্রথম কলেজ কোনটি ?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ (অবস্থিত কলকাতা/ পশ্চিমবঙ্গ) 1800 খ্রিস্টাব্দ 10 জুলাই গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি স্থাপন করেন।
৫. ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি?
উত্তরঃ বেথুন কলেজ (কলকাতায় অবস্থিত)।
৬. ভারতের প্রথম মেডিকেল কলেজ কোনটি?
উত্তরঃ বেঙ্গল মেডিকেল কলেজ (বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ) 1835 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক  স্থাপন করে।
৭. ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কি?
উত্তরঃ টমাসন কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং (1847 খ্রিস্টাব্দে, উত্তরাখণ্ড)
৮. ভারতের প্রথম IRBM ক্ষেপণাস্ত্রের নাম কি?
উত্তরঃ অগ্নি।
৯. ভারতের সর্বপ্রথম গ্রন্থাগার কোনটি?
উত্তরঃ শ্রীরামপুরের উইলিয়াম কেরির লাইব্রেরি এটি 1800 খ্রিস্টাব্দ স্থাপিত হয়।
১০. ভারতবর্ষের প্রথম চলমান চিত্র কোনটি?
উত্তরঃ 1898 খ্রিস্টাব্দে হীরালাল সেন "দ্য ফ্লাওয়ার অব পার্শিয়া" নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এটিই ভারতবর্ষের প্রথম চলমান চিত্র।
১১. প্রথম ভারতের কোন মহিলা সিনেমায় অভিনয় করেন?
উত্তরঃ দূর্গাবাঈ কামাত, ছবিটি ছিল 'মোহিনী ভস্মাসুর'  1913 সালে সিনেমাটি মুক্তি পায়।
১২. ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি ছিল?
উত্তরঃ "কিষাণ কন্যা" 1937 সালে মোতি বি গিদওয়ানি দ্বারা পরিচালিত হিন্দি ছবি।
১৩. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ 'বিল্ল মঙ্গল' এটি 1919 সালের নভেম্বর মাসে মুক্তি পায়।
১৪. প্রথম কোন সিনেমাটি ইংরেজি সিনেমা থেকে হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল?
উত্তরঃ জুরাসিক পার্ক।
১৫. ভারতের প্রথম টেলিছবির নাম কি?
উত্তরঃ সদ্গতি ( পরিচালনা করে সত্যজিৎ রায় প্রথম সম্পাদিত হয় 13 ই এপ্রিল 1947 সালে)
১৬. ভারতের প্রথম টেলি সিরিয়াল কোনটি ছিল?
উত্তরঃ তিসরা রাস্তা (2ই মে 1962 সালে সম্প্রচারিত হয়)।
১৭. ভারতের প্রথম ভিডিও ফাইল এর নাম কি?
উত্তরঃ তেরি মেরি কাহানি।
১৮. ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল?
উত্তরঃ কলকাতা ও ডায়মন্ড হারবার এর মধ্যে 33.8 কিমি 1838 খ্রিষ্টাব্দে।
১৯. ভারতের প্রথম ISD ফোনটি কোথায় হয়েছিল?
উত্তরঃ বোম্বাই এবং লন্ডনের মধ্যে 1976 খ্রিস্টাব্দে।
২০. ভারতের প্রথম STD ফোনটি কোথায় হয়েছিল?
উত্তরঃ লখনও এবং কানপুরের মধ্যে  1960 খ্রিস্টাব্দে।
২১. ভারতের প্রথম নির্মিত ট্যাঙ্কের নাম কি?
উত্তরঃ বৈজয়ন্ত।
২২. প্রথম ভারতীয় প্রযুক্তিতে নির্মিত MBA বা মেন ব্যাটেল ট্যাঙ্কের নাম কি?
উত্তরঃ অর্জুন।
২৩. কে প্রথম ডাকটিকিটের নকশা করেন?
উত্তরঃ ক্যাপ্টেন এইচ এল থুইলার  (কলকাতায়)।
২৪. ভারতের কোন রাজ্যে প্রথম ডাকটিকিট প্রকাশ করে?
উত্তরঃ গুজরাট (কাথিয়াওয়াড়)।
২৫. ভারতের প্রথম এয়ারমেল কোথা থেকে কোথায় হয়েছিল?
উত্তরঃ হায়দ্রাবাদ থেকে নৈনি (18.02.1911)।
২৬. ভারতের প্রথম মিল্ক পাউডার প্লান্ট কোথায় হয়েছিল?
উত্তরঃ কাইরা জেলা কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন, আনন্দ (গুজরাট)।
২৭. কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম সাধারণ লোকসভা নির্বাচন ঘটে?
উত্তরঃ 1951 থেকে 1952 সালে। জাতীয় কংগ্রেস প্রথম বিজয়ী হয়। 489 টি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস পায় 364 আসন জাতীয় কংগ্রেস বিজয়ী হবার পর জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
২৮. ভারতের প্রথম মিসাইল বোট এর নাম কি?
উত্তরঃ আইএনএস বিনাশ।
২৯. ভারতের প্রথম পারমাণবিক রি অ্যাক্টর নাম কি?
উত্তরঃ অপ্সরা।
৩০. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় করা হয়েছিল?
উত্তরঃ রাজস্থানের পোখরানে 1974 সালে তার প্রতীকী নাম ছিল স্মাইলিং বুদ্ধ।
৩১. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এর নাম কি?
উত্তরঃ শ্রীমতি নাথিবাই দামোদর থ্যাকারসি উইমেন্স ইউনিভার্সিটি, মুম্বাই, প্রতিষ্ঠাতা করেন ধন্দ কেশব কার্ভে ,1916 সালে।
৩২. ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তরঃ ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া (বেঙ্গালুরু, কর্ণাটক 1986 সালে)
৩৩. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় নাম কি?
উত্তরঃ অন্ধপ্রদেশ মুক্ত বিদ্যালয়।
৩৪. ভারতের সর্বপ্রথম বালিকা বিদ্যালয় কোনটি ছিল?
উত্তরঃ ব্যাপ্টিস্ট মিশন স্কুল (গৌরিবাড়ি, কলকাতা স্থাপিত হয় 1819 সালে)।
৩৫. ভারতের প্রথম স্বদেশজাত সুপারসনিক ফাইটারের নাম কি?
উত্তরঃ HF-25 MK-1
৩৬. ভারতের প্রথম ব্যাংকের নাম কি?
উত্তরঃ ব্যাংক অব হিন্দুস্থান, এটি 1770 খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
৩৭. ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি ছিল?
উত্তরঃ পাঞ্জাব, স্থাপিত 1994।
৩৮. ভারতে আগত প্রথম বিদেশি ব্যাংকের নাম কি?
উত্তরঃ চাটার্ড ব্যাংক।
৩৯. ভারতের প্রথম মসজিদ কোনটি?
উত্তরঃ জামা মসজিদ, দিল্লি 1644-58 খ্রিস্টাব্দের মধ্যে শাহজাহান নির্মাতা করেন।
৪০. ভারতের প্রথম রেলওয়ে কোম্পানির নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান রেলওয়ে কম্পানি এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কম্পানি।
৪১.ভারতের প্রথম ট্রেন কোথায় চলে ছিল?
উত্তরঃ বোম্বে থেকে থানের( মহারাষ্ট্র) মধ্যে 34 কিমি দূরত্ব 1853 খ্রিস্টাব্দে।
৪২. ভারতের প্রথম রেলওয়ে টার্মিনাসের নাম কি?
উত্তরঃ বুড়ি বন্দর, 1849 সালে নির্মিত পরবর্তী নাম হয় ভিক্টোরিয়া টার্মিনাস, মুম্বাই অবস্থিত‌।
৪৩. ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি?
উত্তরঃ রাজধানী এক্সপ্রেস (1969 খ্রিস্টাব্দে হাওড়া ও নিউ নতুন দিল্লির মধ্যে চলে)।
৪৪. ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেনের নাম কি?
উত্তরঃ সিংহগড় এক্সপ্রেস ( বোম্বাই VT এবং পুনের মধ্যে)
৪৫. ভারতের প্রথম পাতাল রেল কোথায় চলে?
উত্তরঃ মেট্রো রেলওয়ে, কলকাতায়, 24 অক্টোবর 1984 সালের প্রথম মেট্রোরেল বা পাতাল রেল চালু হয়। বর্তমানে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত 24 টি স্টেশন কলকাতা মেট্রোরেল যাত্রা পথে রয়েছে।
৪৬. ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোথায় চলে?
উত্তরঃ বোম্বাই ভিটি এবং কুরলা (পুনে) এর মধ্যে 1929 খ্রিস্টাব্দে।
৪৭. ভারতের প্রথম সৌরশক্তিচালিত স্টেশন কোনটি?
উত্তরঃ ইয়েদাকুমারি (হাসান-মঙ্গল রেলপথ)।
৪৮. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তরঃ 'বেঙ্গল গেজেট' 1780 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রকাশিত হয়, প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
৪৯. ভারতের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?
উত্তরঃ সমাচার দর্পণ, শ্রীরামপুরে 31মে 1818 সালে প্রকাশিত হয়, সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
৫০. ভারতের প্রথম 'আয়রন' সেতু কোনটি?
উত্তরঃ 'লোহে কা পুল', লক্ষ্ণৌতে গোমতী নদীর ওপর 1815 খ্রিষ্টাব্দের নির্মিত হয়।
৫১. ভারতের প্রথম হাসপাতাল কোনটি?
উত্তরঃ সেন্ট জর্জ দুর্গ এ অবস্থিত হাসপাতাল (মাদ্রাজ/তামিলনাড়ু)
৫২. ভারতের প্রথম চক্ষু হসপিটাল কোনটি?
উত্তরঃ মাদ্রাজ আই হাসপাতাল (চেন্নাই/তামিলনাড়ু)।
৫৩. ভারতের প্রথম মহিলা হাসপাতাল কোনটি?
উত্তরঃ মুসলিম ম্যাটারনিটি অ্যান্ড জেনানা হাসপাতাল ( এখানে সমস্ত কিছুই মহিলাদের দ্বারা পরিচালিত হয়, হায়দ্রাবাদ,অন্ধ্রপ্রদেশ)।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url