ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার এবং ঔপনিবেশিক শাসন কাঠামোর প্রতিষ্ঠাতা
১.বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫ খ্রিঃ)
২.ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তরঃ ১৭৬৭-১৭৬৯ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়। মাদ্রাজের সন্ধি (১৭৬৯) অনুসারে এই যুদ্ধের সাময়িকভাবে অবসান ঘটে।
৪. ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়।
৫. কর্নওয়ালিস কোন বছর বাংলার গভর্নর জেনারেল পদে যোগদান করেন?
উত্তরঃ ১৭৮৬ খ্রিস্টাব্দে।
৬.শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে?
উত্তরঃ টিপু সুলতান কে।
৭.শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল।
৮.কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?
উত্তরঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ টিপু সুলটান মারা যান।
৯. কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে?
উত্তরঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।
১০.বেসিনের সন্ধি কবে সম্পাদিত হয়?
উত্তরঃ ১৮০২ খিষ্টাব্দে।
১১. বেসিনের সন্ধি (১৮০২ খ্রি.)কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে (১৮০২ খ্রিস্টাব্দে)।
১২. সলবাই-এর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৭৮২ খস্টাব্দে।
১৩.কোন চুক্তির দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্ত হয়?
উত্তরঃ ম্যাঙ্গালোরের সন্ধি (১৭৮৪ খ্রিষ্টাব্দ) দ্বারা।
১৪.সলবাই এর সন্ধি( ১৭৮২ খ্রি.)কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল?
উত্তরঃ ইংরেজ ও মারাঠা দের মধ্যে এই সন্ধি সম্পাদিত হয়।
১৫. শেষতম পেশোয়া কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাজিরাও মতান্তরে তার দত্তক পুত্র নানাসাহেব।
১৬.কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
উত্তরঃ হায়দ্রাবাদের নিজাম রাজ্য।
১৭.পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোন চুক্তির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন?
উত্তরঃ পেশোয়া বাজিরাও হাজার ১৮০২ খিস্টাব্দে বেসিনের সন্ধি অনুসারে ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
১৮. কোন পেশোয়া নানাসাহেব নামে পরিচিত?
উত্তরঃ দ্বিতীয় বালাজি বাজিরাও মতান্তরে পেশোয়া দ্বিতীয় বাজিরাও দত্তকপুত্র নানাসাহেব নামে পরিচিত ছিলেন।
১৯. ব্রিটিশরা কাদের সঙ্গে সগৌলির সন্ধি স্বাক্ষর করেছিল?
উত্তরঃ সগৌলির সন্ধি নেপালে রাজা ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
২০. কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড ময়রার শাসনকালে।
২১. মিসল শব্দের অর্থ কি?
উত্তরঃ শিখদের ১২ টি দলের প্রত্যেকটিকে মিশল বলা হয়।
২২. রণঞ্জিৎ সিংহ কোন মিসলের অধিপতি ছিলেন?
উত্তরঃ সুকারচুকিয়া।
২৩. অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রি.)কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মহারাজা রঞ্জিত সিংহ ইংরেজ কোম্পানির মধ্যে।
২৪. রণজিৎ সিংহের পিতার নাম কি?
উত্তরঃ মহাসিংহ।
২৫. কবে কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুসারে ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এর প্রথম বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে।
২৬. শিখ জাতিকে ঐক্যবদ্ধ কে করেছিলেন?
উত্তরঃ রঞ্জিত সিংহ।
২৭.'সব লাল হো যায়েগা' কে বলেছিলেন?
উত্তরঃ রঞ্জিত সিংহ।
২৮. কোন গভর্নর জেনারেলের সঙ্গে রণজিৎ সিংহের চিরস্থায়ী মিত্রতা হয়েছিল?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সঙ্গে।
২৯. চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসি কাদের বিরুদ্ধে জয়লাভ করেন?
উত্তরঃ ১৮৪৯ খ্রিস্টাব্দে চিলিয়ান ওয়ালার যুদ্ধে ডালহৌসি শিখদের বিরুদ্ধে জয়লাভ করেন।
৩০. কোন যুদ্ধের পর পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তরঃ দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ সময় গুজরাটের যুদ্ধে (১৮৪৯ খ্রিষ্টাব্দ) চূড়ান্তভাবে পরাজিত হয় এবং সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।
৩১. কোন সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে?
উত্তরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে।
৩২. রেগুলেটিং আইন কবে পাস হয়?
উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে।
৩৩. কোন আইনে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয়?
উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী।
৩৪. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?
উত্তরঃ লর্ড ডালহৌসিকে।
৩৫. অসম কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তরঃ ১৮২১ খ্রিস্টাব্দে।
৩৬. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
৩৭. কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি (১৭৯৮-১৮০৫)।
৩৮. পিটের ভারত আইন কত সালে প্রবর্তিত হয়?
উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৩৯.কোন সালে কোথায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত হয়।
৪০. পরাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথমপ্রধান বিচারপতির নাম কি ছিল?
উত্তরঃ স্যার ইলিজা ইম্পে।
৪১. ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা কে?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস।
৪২. কোন বছর কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স প্রাচ্যের ইতিহাস ও সাহিত্য চর্চার জন্য কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৪৩. কোন গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি রচিত হয়?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড বেন্টিংক এর আমলে।
৪৪. সদর দেওয়ানি আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ ফোর্ট উইলিয়ামে।
৪৫. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি (১৮০০ খ্রিস্টাব্দে)।