চিনের কোন বংশের রাজত্বকালে শিক্ষার উন্নতি হয়? সে সময় সরকারি চাকুরি পাবার পদ্ধতি কেমন ছিল? আমাদের দেশের চাকুরি ব্যবস্থায় বর্তমানে তার কোনো মিল পাওয়া যায় কি?

চিনের কোন বংশের রাজত্বকালে শিক্ষার উন্নতি হয়? সে সময় সরকারি চাকুরি পাবার পদ্ধতি কেমন ছিল? আমাদের দেশের চাকুরি ব্যবস্থায় বর্তমানে তার কোনো মিল পাওয়া যায় কি?

উত্তরঃ চিনে তাং বংশের রাজত্বকালে শিক্ষার ক্ষেত্রে বিরাট উন্নতি হয়।
তাং বংশের রাজত্বকালের সময় পরীক্ষার মধ্য দিয়েই যোগ্য লোক বিবেচিত হলে তাকে চাকুরি দেওয়া হত। এর ফলে অভিজাত শ্রেণির লোকেদের ক্ষমতা হ্রাস পেয়েছিল, কারণ অভিজাত শ্রেণির মধ্যে লেখাপড়া বা পরীক্ষা দেবার বিশেষ আগ্রহ ছিল না। শিক্ষিত সাধারণ মানুষ সরকারি উঁচু পদে নিযুক্ত হওয়াতে অভিজাত শ্রেণিদের পূর্বের ক্ষমতা অনেকটাই হ্রাস পায়। সরকারি চাকুরি-প্রার্থীদের কনফুসিয়াস ও অন্যান্য দার্শনিকদের রচনার ওপর পরীক্ষা দিতে হত। সকল পরীক্ষার্থীরাই যোগ্য বলে বিবেচিত হতেন এবং সরকারি পদে নিযুক্ত হতেন। এই সময় এভাবে চাকুরি প্রার্থী নিয়োগ করা সত্যিই নতুনত্ব ছিল।
আমাদের দেশে যেমন আই. এ. এস্. পরীক্ষা হয়, চিনা সম্রাটেরা সেই রকম পরীক্ষার মাধ্যমেই প্রার্থীর যোগ্যতা বিচার করতেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url