স্কুলমেন কাদের বলা হত? স্কুলমেন হিসেবে অ্যাবেলার্ড ও অ্যালবার্ট ম্যাগনাসের শিক্ষা প্রসারের অবদান আলোচনা করো।
স্কুলমেন কাদের বলা হত?
উত্তরঃ মধ্যযুগের ইউরোপে এক ধরনের পণ্ডিতের আবির্ভাব ঘটেছিল এদের বলা হত স্কুলমেন। এঁরা ছিলেন অত্যন্ত যুক্তিবাদী।
স্কুলমেন হিসেবে অ্যাবেলার্ড ও অ্যালবার্ট ম্যাগনাসের শিক্ষা প্রসারের অবদান আলোচনা করো।
উত্তরঃ স্কুল মেন নামক যুক্তিবাদী পণ্ডিতদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ফরাসি দার্শনিক পিটার অ্যাবেলার্ড। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ না করে যুক্তি তর্কের দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন। ফলে যাজকদের সঙ্গে তাঁর বিরোধ হয় এবং তাঁকে শাস্তি ভোগ করতে হয়।
মধ্যযুগের বিখ্যাত জার্মান পণ্ডিত ছিলেন অ্যালবার্ট ম্যাগনাস। তিনি অ্যারিস্টটলের রচনার টীকা লেখেন এবং পদার্থবিদ্যা, ভূগোল, উদ্ভিদবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও প্রাণীবিদ্যার গ্রন্থ লিখে খ্যাতিমান হন। তাঁরই শিষ্য হলেন ইতালির টমাস অ্যাকুইলাস। তিনি প্রথমে প্যারিস এবং পরে নেপলস্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছিলেন। তিনি আঠারোটি গ্রন্থ লেখেন। 49 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ধর্মশাস্ত্র, দর্শন ও মনস্তত্ত্বে তাঁর গভীর পাণ্ডিত্য ছিল।