ম্যানর কাদের বলা হয়? ম্যানর কথার অর্থ কি? ম্যানরের লোকেরা কয় শ্রেণিতে বিভক্ত ছিল?
ম্যানর কি?
উত্তরঃ জমিদারদের খাস তালুক বা খামারকে বলা হত ম্যানর।
ম্যানর কথার অর্থ কি?
ম্যানর কথাটির অর্থ হল–ভূ-সম্পত্তির মালিক।
ম্যানরের লোকেরা কয় শ্রেণিতে বিভক্ত ছিল? কী কী?
উত্তরঃ ম্যানরের লোকেরা তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যেমন—সামন্ত, খ্রিস্টান পাদরী ও সাধারণ প্রজা।
ম্যানরের জীবনযাত্রায় সাধারণ মানুষদের অধিকার ও সুযোগ-সুবিধার চারটি দিকের ব্যাখ্যা করো।
উত্তরঃ ম্যানরে যারা বসবাস করত তারা প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে ছিল কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় শ্রমদান করে যারা বেঁচে থাকত তারা, অর্থাৎ কৃষকেরা। অন্য আর এক ভাগে ছিল সমাজের ওপর তলার মানুষ যারা কৃষিকাজ করত না। তারা শুধুমাত্র সম্পত্তির মালিকানার জোরে অথবা সমাজে কৌলীন্যের জোরে অন্যের শ্রমের ফসলটুকু আত্মসাৎ করে বেঁচে থাকত। কৃষকদের দুটি ভাগ ছিল—মুক্ত কৃষক বা ভিলেন এবং ভূমি-দাস কৃষক বা সার্ফ। ওপর তলার মানুষের দুটি ভাগ ছিল—অভিজাত শ্রেণি ও যাজক শ্রেণি। অভিজাত শ্রেণি অর্থাৎ লর্ড ও তার পরিবারের মানুষদের নিজস্ব কিছু জমি বা খাস জমি থাকত। তাদের বলা হত ডিমিন। অবশিষ্ট জমি তিনি কৃষকদের মধ্যে ভাগ করে দিতেন। এইভাবে লর্ডদের কাছ থেকে জমি যারা পেত তাদের বলা হত টেনেন্ট।