একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী পার্থক্য

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ

একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? একবীজপত্রী বীজের উদাহরণ দাও।
উঃ যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে।
যেমন- ভুট্টা, ধান, গম  ইত্যাদি।
দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?  দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে।
যেমন- মটর, ছোলা, আম
একবীজপত্রী বীজ ও দ্বিবীজপত্রী বীজের মধ্যে পার্থক্য
উঃ 
একবীজপত্রী বীজ দ্বিবীজপত্রী বীজ
(i) বীজে একটিমাত্র বীজপত্র থাকে। (i) বীজে দুটি করে বীজপত্র থাকে।
(ii) ফলত্বক ও বীজত্বক যুক্ত থাকে। (ii) ফলত্বক ও বীজত্বক যুক্ত থাকে না।
(iii) ভ্রূণমূলাবরণী ও ভ্রূণমুকুলাবরণী থাকে। (iii) ভ্রূণমূলাবরণী ও ভ্রূণমুকুলাবরণী থাকে না।
(iv) বীজপত্র পাতলা হয় ও বীজে সাধারণত সস্য থাকে। (iv) বীজপত্র স্থূল হয় ও সাধারণত সস্য থাকে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url