ক্লুনি কি? ক্লুনির সংস্কার কেন গুরুত্বপূর্ণ ছিল?
ক্লুনি কি?
উত্তরঃ ক্লুনি একটি খ্রিস্টীয় মঠ। এটি 910 খ্রিস্টাব্দে বার্গান্ডির ক্লুনি নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল।
ক্লুনির সংস্কার কেন গুরুত্বপূর্ণ ছিল বা
ক্লুনির সংস্কার আন্দোলনের ফলাফল ব্যাখ্যা করো।
উত্তরঃ দশম শতাব্দীতে পুনরায় মনাস্টারগুলির অধঃপতন ঘটতে থাকে। মঠের নিয়মশৃঙ্খলা ভেঙে পড়ে। মঠের সন্ন্যাসীরা পুনরায় ত্যাগ ও সেবার আদর্শ থেকে সরে আসেন। মঠের পরিবেশ কলুষিত হয়ে ওঠে। এই দূষিত পরিবেশ থেকে মঠগুলিকে উদ্ধার করার জন্য পুনরায় আন্দোলন শুরু হয়। এইবার আন্দোলন শুরু হয় ক্লুনির মঠ থেকে। এই মঠে সন্ন্যাসীদের অধঃপতনের বিরুদ্ধে সংস্কারের এই আন্দোলন শুরু হয়েছিল বলে এর নাম ক্লুনির সংস্কার আন্দোলন। ক্লুনির মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 910 খ্রিস্টাব্দে বার্গান্ডির ক্লুনি নামক স্থানে। ক্লুনির মঠের আদর্শ ছিল সহজ ও সরল। সততা, পবিত্রতা ও আর্তের সেবা ছিল মঠবাসীদের পুণ্যব্রত। তখন মঠবাসীরা সকলেই যাজক হত । তাদের জীবনযাত্রায় কঠোর নিয়মশৃঙ্খলা আরোপিত হয়। যাজকদের অবিবাহিত থাকতে হত। মঠ ও চার্চের সম্পত্তিতে মঠ ও চার্চের অধিকার থাকবে। মঠবাসীরাই নির্বাচন করবে মঠাধক্ষ্যকে। ক্লুনির মঠের এই নির্দেশগুলি খুবই গুরুত্বপূর্ণ। আগে গ্রামের যাজকেরা ম্যানরের প্রভু কর্তৃক নিযুক্ত হত। বড়ো প্রভু বা রাজা নিযুক্ত করত বিশপ বা আর্চবিশপকে। কিন্তু নির্বাচন পদ্ধতি প্রচলিত হওয়ায় রাজা ও চার্চের সম্পর্কে ভাঙন ধরত। চার্চ ও মঠের সম্পত্তিতে রাজা বা সামন্ত প্রভুদের কোনো অধিকার থাকবে না। এই নিয়মে তাদের আয়ের উৎস হ্রাস পেল। চার্চ বহির্ভূত ব্যক্তির প্রভাব থেকে চার্চ ও মঠের মুক্তি হল।