মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল?
মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কীরকম ছিল লেখো।
উত্তরঃ খ্যাতিমান শিক্ষকদের আকর্ষণে সে যুগে ছাত্ররা নিজেদের আত্মীয় পরিজন ছেড়ে অনেক দূরে শিক্ষালাভ করতে যেত। তাই স্বাভাবিক নিয়মেই তারা চেষ্টা করত শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। ছাত্ররা শিক্ষালাভের জন্য বেতন দিত, আর সেই বেতন থেকে শিক্ষকরা তাঁদের বেতন গ্রহণ করতেন। ফলে ছাত্র ও শিক্ষক উভয়েই তাদের কর্তব্যে মনোযোগী থাকত। সে যুগে ছাপা গ্রন্থ বেশি ছিল না। হাতে লেখা পুঁথি ছাত্রদের পড়তে হত। সে পুঁথি ছিল শিক্ষকদের নিয়ন্ত্রণে। অতএব শিক্ষকদের অনুগত থাকাকে ছাত্ররা কর্তব্য বলে মনে করত।