কুইটোকে চির বসন্তের দেশ বলা হয় কেন ?
কুইটোকে চির বসন্তের দেশ বলা হয় কেন ?
উত্তরঃ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশটির রাজধানী কুইটো শহরে চির বসন্তের দেশ বলা হয় কারণ কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা অবস্থিত হওয়ার জন্য সারা বছর এই শহরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। আবার আন্দিজ পর্বতের ওপর প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থানের ফলে এই শহরের তাপমাত্রা সমুদ্রতলের তাপমাত্রার চেয়ে অনেক কম থাকে। ফলে শহরের জলবায়ুতে সারা বছর বসন্তকালের আবহাওয়া পরিলক্ষিত হয়।