সামুরাই কাদের বলে? জাপানে সামুরাইদের কর্তৃত্ব কেমন ছিল?
সামুরাই কাদের বলা হয়?
উত্তরঃ সামুরাই জাপানের যোদ্ধাশ্রেণির মানুষদের বলা হত।
জাপানে সামুরাইদের কর্তৃত্ব কেমন ছিল?
উত্তরঃ জাপানে সামুরাইদের পেশা ছিল যুদ্ধ করা। তারা কায়িক শ্রম না করে রাজস্বের সিংহভাগ আত্মসাৎ করে অলসভাবে বেঁচে থাকত। সামন্ততন্ত্রের প্রাণপুরুষ ছিল তারা। শাসন ক্ষমতায় ছিল তাদের বিপুল প্রতাপ। সামুরাইরা ছিল মধ্যযুগের জাপানের সবচেয়ে বড়ো শক্তি।