হুন কারা ? হুনদের জীবনযাত্রা বর্ণনা করো।
হুন কারা?
হুনরা ছিল মোঙ্গল জাতির শাখা।হুনদের জীবনযাত্রা বর্ণনা করো।
উত্তরঃ হুনরা দেখতে কুশ্রী। তাদের গায়ের রং ছিল হলদে মতো, আর নাক চ্যাপ্টা, কুতকুতে ক্ষুদে চোখ। মাথায় সজারুর কাঁটার মতো খাড়া খাড়া চুল ও সারা গালে কাটা কাটা দাগ। এদের প্রকৃতি ছিল খুবই নিষ্ঠুর। চোখ দিয়ে সব সময় একটা হিংস্র ভাব ফুটে উঠত। মেয়ে, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকেই এরা নির্বিচারে বধ করত। শিশুকাল থেকেই এরা শীত-গ্রীষ্ম, ক্ষুধা, তৃষ্মা সহ্য করতে শিখত। আর শিখত ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে। এদের মতো দক্ষ ঘোড়সওয়ার ও তীরন্দাজ সেকালে আর কোনো দেশেই ছিল না।