বেদুইন কাদের বলা হয় ? বেদুইনরা কীভাবে জীবন কাটাত?
বেদুইন কাদের বলা হত?
উত্তরঃ আরব দেশের যাযাবর অধিবাসীদের বেদুইন বলা হত।
বেদুইনরা কীভাবে জীবন কাটাত?
উত্তরঃ বেদুইনরা ছিল যাযাবর। তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। তারা উট আর ঘোড়ায় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করত। লুটতরাজ ও খুনজখম ছিল তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা। তারা ছিল কষ্টসহিষ্ণু, সাহসী ও দুর্ধর্ষ।