ভারতের সঙ্গে চিনের ধর্ম সংক্রান্ত যোগাযোগ কীভাবে গড়ে উঠেছিল?
ভারতের সঙ্গে চিনের ধর্মসংক্রান্ত যোগাযোগ কীভাবে গড়ে উঠেছিল?
উত্তরঃ মধ্য এশিয়ার পথ ধরে চিনে বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল। চিনে হ্যান সম্রাটদের রাজত্বকালে বৌদ্ধধর্ম প্রবেশ করে। ‘বোধিধর্ম' নামে একজন বৌদ্ধ পণ্ডিত সমুদ্রপথে ভারত থেকে চিনে গিয়েছিলেন। চিনে বৌদ্ধধর্ম প্রচারে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। চিনে অবশ্য ভারতীয় বৌদ্ধধর্ম কিছুটা অন্যরূপ পরিগ্রহ করেছিল। বুদ্ধের মূর্তি তৈরি ও ছবি আঁকা হয়েছিল। সে সব মূর্তি ও ছবি ভারতীয় রীতি থেকে পৃথক ছিল। চিন দেশ থেকে অনেক বৌদ্ধভিক্ষু ভারতবর্ষে এসেছিলেন। গৌতম বুদ্ধের জন্মস্থান ভারতবর্ষ ছিল তাঁদের কাছে এক পবিত্র তীর্থস্থান। ভারতবর্ষে তাঁরা আসতেন বিশেষ করে বৌদ্ধধর্ম সম্পর্কে বিশদভাবে জ্ঞানলাভের জন্য এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করার জন্য। চিনা পণ্ডিত ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। হিউয়েন সাং ভারত ও চিনের মধ্যে যে যোগসূত্র স্থাপন করেন তার গুরুত্ব অপরিসীম। ধর্মরক্ষিত, কাশ্যপ, মাতঙ্গ প্রমুখ বৌদ্ধ পণ্ডিতগণ ভারত থেকে চিনে ধর্মপ্রচারের উদ্দেশে গিয়েছিলেন। এইভাবে ভারত ও চিনের মধ্যে এক ধর্মীয় যোগাযোগ গড়ে ওঠে।