শিন্তো ধর্ম কি? জাপানের প্রাচীন ধর্মকে কি বলা হয়?
জাপানের শিন্তো ধর্ম কি?
উত্তরঃ মধ্যযুগে জাপানে দুটি ধর্মমত জনপ্রিয় ছিল। যথা—(১) বৌদ্ধধর্ম ও (২) শিন্তো ধর্ম।
জাপানিদের ধর্ম ‘শিন্তোবাদ’ নামে পরিচিত ছিল। এই শিন্তো ধর্মে সম্রাটের প্রতি আনুগত্য এবং দেশের প্রতি ভালোবাসার ওপর জোর দেওয়া হত। এছাড়া প্রকৃতি ও পূর্বপুরুষদের উপাসনা করাও এই শিন্টোধর্মের অঙ্গ ছিল। শিন্তোবাদের অর্থ হল ‘দেবতাদের পথ’। প্রকৃতি ও পূর্বপুরুষদের পূজা করা এসবই হল ভগবানের বা দেবতাদের পথ। শিন্তো ধর্মের সবচেয়ে প্রধান পুরোহিত হলেন সম্রাট নিজে। তিনি সম্রাট ও প্রধান পুরোহিতের এই দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রাচীন ও মধ্যযুগের বহু দেশে সম্রাট বা রাজা এই ধরনের ক্ষমতা ভোগ করতেন।
জাপানের প্রাচীন ধর্মকে কি বলা হয়?
উঃ শিন্টো ধর্ম।
শিন্টো ধর্মের প্রধান উপাস্য কি?
উঃ সূর্য