ভূপৃষ্ঠ থেকে পর্বতশৃঙ্গে বেশি ঠাণ্ডা কেন ?
ভূপৃষ্ঠ থেকে পর্বতশৃঙ্গে বেশি ঠাণ্ডা কেন ? অথবা
পর্বতের চূড়ায় শীত বেশি থাকে কেন?
উত্তরঃ পৃথিবীর তাপের উৎস সূর্য। সূর্য থেকে বিকিরণ প্রণালীতে তাপ পৃথিবীতে আসে। এই তাপ বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসার সময় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। এই তাপ ভূ-পৃষ্ঠে পড়ে ভূ-পৃষ্ঠ দ্বারা শোষিত হয় এজন্য ভূ-পৃষ্ঠ গরম হয়ে উঠে উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে তাপ পরিচলন প্রণালীতে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে কারণ এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে। এগুলো এই স্তরে তাপকে বেশি পরিমাণে ধরে রাখে যত উপরে উঠা যায়। বায়ুতে ধুলোকণার ভাগ কমতে থাকে ফলে উপরকার বায়ুর তাপ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। এইজন্য পর্বতশৃঙ্গে ঠাণ্ডা বেশি।