তাপগ্রাহিতা কাকে বলে? জলসম কাকে বলে? তাপগ্রাহিতা ও জলসমের মধ্যে পার্থক্য
তাপগ্রাহিতা ও জলসম প্রশ্ন উত্তর
তাপগ্রাহিতা
তাপগ্রাহিতা কাকে বলে?
উঃ কোনো বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে বস্তুর তাপগ্রাহিতা বলে।
এখন m ভরবিশিষ্ট এবং s আপেক্ষিক তাপ যুক্ত কোনো বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ = ms তাপ একক।
:. বস্তুটির তাপগ্রাহিতা = ms তাপ একক।
:. বস্তুর তাপগ্রাহিতা = বস্তুর ভর × আপেক্ষিক তাপ।
তাপগ্রাহিতার একক কি?
এস. আই. পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল/K এবং
সি. জি. এস. পদ্ধতিতে তাপগ্রাহিতার একক যথাক্রমে ক্যালরি/°C।
তাপগ্রাহিতার মাত্রা কি?
তাপগ্রহিতার মাত্রা = ML²T⁻²K⁻¹
জলসম
জলসম কাকে বলে?
কোনো বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1° বৃদ্ধি করতে পারে, তাকে ঐ বস্তুর জলসম বলে।
জলসম এর একক কি?
এস. আই. পদ্ধতিতে জলসমের একক কিগ্রা(kg)।
সি. জি. এস. পদ্ধতিতে জলসমের একক গ্রাম ।
জলসমের মাত্রা কি?
উঃ জলসমের মাত্রা= M
তাপগ্রাহিতা ও জলসমের মধ্যে পার্থক্য কি?
i. তাপগ্রাহিতা কিছু পরিমাণ তাপকে বুঝায়, কিন্তু জলসম কিছু পরিমাণ জলকে বোঝায়।
ii. সি. জি. এস. পদ্ধতিতে কোনো বস্তুর তাপগ্রাহিতা ও জলসমের সংখ্যাগতমান সমান। কিন্তু এস. আই. পদ্ধতিতে এদের সংখ্যাগতমান সমান নয়।
iii. সি. জি. এস. পদ্ধতিতে তাপগ্রাহিতা ও জলসমের একক যথাক্রমে ক্যালরি/°C এবং গ্রাম।
এস. আই. পদ্ধতিতে তাপগ্রাহিতা ও জলসমের একক যথাক্রমে জুল/K এবং কিগ্রা।