Word কাকে বলে? কয়েকটি Word এর উদাহরণ দাও। Diphthong কাকে বলে? বাংলা নামের ইংরেজি বানান
Word কি এবং Vowel-এর উচ্চারণ
Word কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও।
এক বা একাধিক Letter বা বর্ণ পাশাপাশি বসে যখন কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই Letter বা Letter সমষ্টিকে (বর্ণ সমষ্টি) word বলে।Word গঠন করতে হলে letter গুলোর মধ্যে একটি vowel থাকা দরকার। vowel ছাড়া word গঠন করা যায় না।
যেমন—Hat, Pen, Hot, Mat ইত্যাদি।
লক্ষ্য করে দেখ a, e, i, o, u এই Vowel গুলি উচ্চারণ করতে অন্য Letter-এর সাহায্য দরকার হয় না। কিন্তু Consonant letter গুলির উচ্চারণে vowel-এর সাহায্যের প্রয়োজন হয়।
Vowel-এর অন্য নাম Sound letter. Vowel গুলি Consonant-এর সঙ্গে বসে Sound বা শব্দ সৃষ্টি করে।
শব্দে Vowel-এর উচ্চারণ
A (অ্যা) = man, cat, mat, fat (ম্যান্, ক্যাট্, ম্যাট্, ফ্যাট্।)
A (অ) = all, hall, tall (অল্, হল্, টল।)
A (আ ) = car, jar, tar (কার্, জার্, টার্।)
A (এই) = mate, take, name, main (মেইট্, টেইক্, নেইম্, মেইন্।)
A (এ) = many (মেনি।)
E (এ)= pet, leg, men, ten, seven, excuse.
E (ই) = remember (রিমেম্বার, e-এর উচ্চারণ ই, এ, আ)
I (ই) = big, pig, tin, intelligent (বিগ্, পিগ, টিন, ইন্টেলিজেন্ট)
I (আই) = kind, mind, bind, find (বাইন্ড, মাইন্ড, বাইন্ড্, ফাইন্ড।)
O (ও) = go, so, hole (গো, সো, হোল)
O (আ) = none, some, come, money, mother (নান্, সাম্, কাম্, মানি, মাদার্)
O (উ) = do, to (ডু, টু)
O (অ ) = ox (অক্স)
U (উ/ঊ) = put, full, pull, push ( পুট্, ফুল, পুল, পুস)
U (ইউ) = university, unity, universal (ইউনিভার্সিটি, ইউনিটি, ইউনিভার্সাল)
U (আ) = uncle, hut, cut, unknown, sun (আঙ্কল্, হাট্, কাট্, আননোন্, সান্)
Semi-vowel y ও w-র উচ্চারণ নিম্নরূপ :
Y (ই ) = many, sunny (মেনি, সানি)
W (ও) = dowry (ডাওরি)
DIPHTHONG (যৌগিক স্বর)
DIPHTHONG বা যৌগিক স্বর কাকে বলে?
দুটি Vowel একসঙ্গে উচ্চারিত হলে তাকে Diphthong বা যৌগিক স্বর বলে। যেমন—ai, ea, ee, ie oa, oy, oi, oo ou, ow.
ai-এর উচ্চারণ ‘এই’
Said (সেইড্), mail (মেইল্), tail (টেইল্), train (ট্ৰেইন্), Gain (গেইন্), rain (রেইন), brain (ব্রেইন্), crain (ক্রেইন)
ea, ee-এর উচ্চারণ ঈ’
Glee ( গ্লী),please (প্লীজ), need (নীড়), meat (মীট্), bee (বী), seat (সীট্), beat (বীট্), flee (ফ্লী)
ie-এর উচ্চারণ ‘আই’
Fie (ফাই), lie (লাই), tie (টাই), die (ডাই)
oa-এর উচ্চারণ ‘ও’
Goat (গোট্), coat (কোট্), boat (বোট্), road (রোড্)
oy, oi-এর উচ্চারণ ‘অয়’
Boy (বয়্), toy (টয়্), toilet (টয়লেট্), hoist (হয়সট্)
oo-এর উচ্চারণ ‘উ / উ’
smooth (স্মুথ্), food (ফুড্), foot (ফুট্), tool (টুল),book (বুক), took (টুক্), moon (মুন্)
ou-এর উচ্চারণ ‘আউ’
sound (সাউন্ড্), bound (বাউন্ড্), south (সাউথ), found (ফাউড্), mouth(মাউথ), noun (নাউন্)
ow-এর উচ্চারণ ‘আওয়া’
flower [ফ্লাওয়া(র)], tower [টাওয়া(র্)],power [পাওয়া(র)]
ew-এর উচ্চারণ ‘ইউ’
few (ফিউ), dew (ডিউ)
বাংলা নামের ইংরেজি বানান
ক = k ,খ = kh, গ = g, ঘ = gh, ঙ = n, চ = ch, ছ = chh, জ = j, ঝ = jh, ঞ = n, ট= t, ঠ= th, ড = d, ঢ = dh, ণ=n, ত= t, থ= th, দ=d, ধ= dh, ন= n, প= p, ফ= ph, ব= b, ভ= bh, ম=m, য=y, র=r, ল=l, শ=s/sh, ষ=sh, স=s, হ=h, ড়= rh, ঢ়= rh, ৎ= t, ঃ= h, ং= n
যেমন- অমল = Amal
রবীন্দ্রনাথ = Rabindranath
উদয় = Uday
রাখাল = Rakhal
শরৎচন্দ্র = Sarat Chandra
ঋত্বিক = Ritwik