আপেক্ষিক তাপ কাকে বলে ? আপেক্ষিক তাপের একক ও মাত্রা কি? বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপের তালিকা
আপেক্ষিক তাপ ( Specific Heat)
আমরা যদি একই ভরের কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানের দুটি বস্তুর সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাই তাহলে দেখা যাবে, দুটি বস্তুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে, এই প্রয়োজনীয় তাপের পরিমাণ আর একটি বিশেষ ধর্মের ওপরও নির্ভর করে। এই ধর্মকে বস্তুর আপেক্ষিক তাপ বলে। এই ধর্মটি বস্তুর উপাদানের ওপর নির্ভরশীল। স্পষ্টতই বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন।
আপেক্ষিক তাপ কাকে বলে?
কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রী বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ পদার্থের আপেক্ষিক তাপ বলে।
SI একক অনুযায়ী আপেক্ষিক তাপের সংজ্ঞা:
কোনো পদার্থের 1 kg ভরের 1K উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
আপেক্ষিক তাপের একক কি?
SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল/কেজি K ( J.kg⁻¹.K⁻¹)
CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি/গ্রাম/⁰C ( cal.g⁻¹.⁰C⁻¹)
আপেক্ষিক তাপের মাত্রা কি?
উঃ আপেক্ষিক তাপের মাত্রা = তাপের মাত্রা/ ভরের মাত্রা × উষ্ণতার মাত্রা
= ML²T⁻²/MK
= L²T⁻²K⁻¹
তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝো?
উঃ তামার আপেক্ষিক তাপ 0:09 বলতে বোঝায় যে, 1 g তামার 1°C উষ্ণতা বৃদ্ধি করতে 0:09 cal তাপের প্রয়োজন।
সীসার আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়?
উঃ সীসার আপেক্ষিক তাপ 0.03 বা 0.03 ক্যালরি/গ্রাম/°C বলতে বোঝায় যে, 1 গ্রাম বিশুদ্ধ সীসার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে 0.03 ক্যালরি তাপের প্রয়োজন।
কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং SI পদ্ধতিতে এর মান কত?
উঃ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 4200 J/kg/K
বরফের আপেক্ষিক তাপ কত?
উঃ SI পদ্ধতিতে বরফের আপেক্ষিক তাপ 2134 J/kg/K
তামার আপেক্ষিক তাপ কত জুল ?
উঃ SI পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 389 J/kg/K
আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র কোনটি?
উঃ আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র s= H/m.t
যেখানে, H = বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ
m= বস্তুর ভর
s= বস্তুর উপাদান এর আপেক্ষিক তাপ
t= উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস
জলের আপেক্ষিক তাপ কত?
উঃ SI পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 389 J/kg/K
কেরোসিনের আপেক্ষিক তাপ কত?
উঃ SI পদ্ধতিতে কেরোসিনের আপেক্ষিক তাপ 210 J/kg/K
বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপের তালিকা
কঠিন পদার্থ | আপেক্ষিক তাপ C.G.S ( cal.g⁻¹.°C⁻¹) |
আপেক্ষিক তাপ S.I (J.kg⁻¹.K⁻¹) |
তরল পদার্থ | আপেক্ষিক তাপ C.G.S ( cal.g⁻¹.°C⁻¹) |
আপেক্ষিক তাপ S.I ( J.kg⁻¹.K⁻¹) |
---|---|---|---|---|---|
পিতল | 0.092 | 385 | পারদ | 0.033 | 138 |
তামা | 0.093 | 389 | কেরোসিন তেল | 0.045- 0.05 | 210 |
অ্যালুমিনিয়াম | 0.215 | 900 | তারপিন তেল | 0.42 | 1760 |
লোহা | 0.117 | 490 | অলিভ তেল | 0.47 | 1974 |
সীসা | 0.03 | 125 | অ্যালকোহল | 0.6 | 2520 |
কাচ | 0.16 | 670 | জল | 1 | 4200 |
মার্বেল | 0.22 | 920 | |||
বরফ | 0.51 | 2134 |