বৃষ্টি ভেজা রাস্তায় ছোটো ছোটো পা ফেলে হাঁটা উচিত কেন?
বৃষ্টিভেজা রাস্তায় ছোটো ছোটো পা ফেলে হাঁটা উচিত কেন?
উত্তরঃ বৃষ্টি ভেজা রাস্তা পিছল হয়—ঘর্ষণ কম থাকে। পা দূরে ফেললে অর্থাৎ অধিক তির্যকভাবে মাটিতে বল প্রয়োগ করলে বলের যে উপাংশ পা বরাবর কাজ করে তার মান কম হয় এবং মাটির তল বরাবর ক্রিয়ারও উপাংশের মান বেশি হয়। ঘর্ষণ কম থাকায় ওই অনুভূমিক উপাংশের প্রভাবে পিছলে পড়ার সম্ভাবনা থাকে। সেজন্য যতদূর সম্ভব মাটির উপর লম্বভাবে বল প্রয়োগ করে ছোটো ছোটো পা ফেলে বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটা উচিত।