বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন ?
বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?
উত্তরঃ পাখি ওড়ার সময় পাখি ডানা দ্বারা বায়ুতে বল প্রয়োগ করে এবং বায়ুর উর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলে পাখি ওড়ে। বায়ুশূন্য স্থানে এরূপ বল প্রয়োগ করা এবং প্রতিক্রিয়ার বল পাওয়া অসম্ভব। সেজন্য বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না।