Sentence কাকে বলে ? Sentence কত প্রকার ও কি কি? অর্থ অনুসারে ও গঠন অনুসারে Sentence এর প্রকারভেদ
Sentence ও Sentence এর প্রকারভেদ
Sentence কাকে বলে?
বিভিন্ন শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে—তখন তাকে Sentence বলে।অথবা
যে শব্দ সমষ্টির দ্বারা পরিপূর্ণ অর্থ বোঝা যায় সে শব্দ সমষ্টিকে Sentence বা বাক্য বলে।
Sentence এর উদাহরণ
(i) The boy writes with a pen. (ছেলেটি কলম দিয়ে লেখে।)
অর্থপূর্ণ শব্দসমষ্টি অতএব এটি একটি Sentence।
(ii) We read in the morning. (আমরা সকাল বেলায় পড়ি।)
—এগুলি Sentence. কারণ শব্দগুলো পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে।
অর্থহীন এলোমেলো শব্দ সমষ্টি বসালে Sentence হয় না। যেমন উপরের Sentence গুলি যদি এই ভাবে বলা হয়-
A pen the boy with writes. (একটি কলম বালকটি দিয়ে লেখে।)
The morning read in we. (সকালবেলা পড়ি আমরা।)
এগুলো কোনোটাই Sentence হয়নি। শব্দগুলি পাশাপাশি বসেও অর্থহীন হয়ে পড়েছে। কারণ শব্দগুলি ঠিক মত সাজানো হয়নি।
SENTENCE এর প্রকারভেদ
একটি sentence বা বাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভক্ত করা যায়। এদের মধ্যে প্রধান ভাগ গুলি হল-
1. Functional Category of Sentence ( বাক্যের কার্যকারিতা বা অর্থগত বিভাগ)
2. Structural Category Of Sentence ( বাক্যের গঠনগত বিভাগ)
Functional Category of Sentence
অর্থ অনুসারে Sentenceকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা-
1. Assertive Sentence or Statement (বিবৃতিমূলক বাক্য)
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
3. Imperative Sentence (অনুজ্ঞা, উপদেশ, অনুরোধমূলক বাক্য)
4. Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য)
5. Exclamatory Sentence (আবেগ সূচক বাক্য)
1. Assertive Sentence (or Statement )
Assertive Sentence কাকে বলে?
যে Sentence কোনো ঘটনার বা অবস্থার বা বিষয়বস্তুর বর্ণনা দেয় তাকে Assertive Sentence বলে। Assertive Sentence-কে Statement ও বলে।
Assertive Sentence এর উদাহরণ
পৃথিবী গোল— The earth is round.
চাঁদের নিজস্ব আলো নাই--- The moon has no light of its own.
পাখিগুলি আকাশে উড়িতেছে – The birds are flying in the sky.
সে খুবই অলস বালক — He is a very lazy boy.
Assertive Sentence এর প্রকারভেদ
Assertive Sentence-কে আবার দুইভাগে ভাগ করা যায়, যথা –
(i) Affirmative Sentence(হাঁ সূচক বাক্য) এবং
(ii) Negative Sentence (না সূচক বাক্য)।
(i) Affirmative Sentence
Affirmative Sentence কাকে বলে?
উঃ যে সমস্ত Sentence হাঁ সূচক বা ইতিবাচক অর্থ প্রকাশ করে তাকে Affirmative Sentence বলে।
(ii) Negative Sentence
Negative Sentence কাকে বলে?
উঃ যে সমস্ত Sentence না সূচক বা নেতিবাচক অর্থ প্রকাশ করে তাকে Negative Sentence বলে।
Affirmative Sentence এবং Negative Sentence এর উদাহরণ
Affirmative Sentence (হাঁ সূচক বাক্য) | Negative Sentence (না সূচক বাক্য) |
---|---|
(a) The boy sings a song —বালকটি একটি গান করে। | (a) The boy does not sing a song—বালকটি গান করে না। |
(b) He eats rice in the morning – সে সকালে ভাত খায়। | (b) He does not eat rice in the morning—সে সকালে ভাত খায় না। |
(c) Sushil is a good boy —সুশীল ভাল ছেলে। | (c) Sushil is not a good boy —সুশীল ভাল ছেলে নয়। |
(d) You supported me- তুমি আমাকে সমর্থন করেছিলে। | (d) You did not support me —তুমি আমাকে সমর্থন করনি। |
Affirmative Sentence থেকে Negative Sentence এ পরিবর্তন করার নিয়ম
(i) 'Be' ও 'Have' verb-এর পর অর্থাৎ am, is, are, was,were has, have-এর পর not বসিয়ে negative করা হয়। যদি 'Have' Principal verb রূপে ব্যবহৃত হয় তবে 'no' এই adjective বসিয়েও Negative করা যায়। যথা— I have no
brother.
(ii) ‘Be’ ‘Have’ বা অন্য কোনো Auxiliary verb না থাকলে ‘do’ verb-এর সাহায্যে Negative করা যায়। ‘Do’ verb-এর পরে সাধারণতঃ 'not' বসাতে হয়।
2. Interrogative Sentence বা Asking Sentence
Interrogative Sentence কাকে বলে?
প্রশ্নবোধক বাক্যকে Interrogative বা asking Sentence বলে।
Interrogative Sentence এর উদাহরণ
তুমি কোথায় থাক? – Where do you live?
তোমার নাম কি?— What's your name?
তোমরা গোলমাল করছ কেন?— Why are you making a noise ?
তার কি কলম নাই? — Has he no pen ?
সে কাঁদছিল কেন? - Why was he weeping ?
সে কি তোমার কলমটি ভেঙ্গেছে? — Has she broken your pen?
Interrogative Sentence করার নিয়ম
(i) ‘Be’ বা ‘Have' থাকলে তার form-টিকে subject-এর পূর্বে বসিয়ে দিলেই Interrogative Sentence হয়।
(ii) Principal verb-এর সঙ্গে Auxiliary verb (সাহায্যকারী verb) থাকলে Auxiliary verb-টিকে subject-এর পূর্বে বসিয়ে দিলে Interrogative Sentence হয়ে যায়।
(iii) 'Be’ বা ‘Have' অথবা Auxiliary verb না থাকলে ‘Do’verb-এর সাহায্যে Interrogative করতে হয়।
3. Imperative Sentence
Imperative Sentence কাকে বলে?
উঃ আদেশ, অনুরোধ, উপদেশ, অনুজ্ঞা প্রকাশক বাক্যকে Imperative Sentence বলে।
Imperative Sentence এর উদাহরণ
দরজা বন্ধ কর——Shut the door.
ক্লাস থেকে বের হয়ে যাও – Get out of the class.
আমাকে যেতে দাও - Let me go.
তাকে করতে দাও - Let him do.
অনুগ্রহ করে ভিতরে আসুন— Please come in.
মন দিয়ে পড়–Read attentively.
মিথ্যা কথা বলো না — Do not tell a lie.
Imperative Sentence চেনার উপায়
(i) Imperative Sentence-এ Subject ‘you’ সর্বদা উহ্য থাকে এবং verb-এর Present tense ব্যবহৃত হয়।
(ii) আদেশ, অনুরোধ বোঝালে First ও Third person-এ 'Let' verb-টি ব্যবহার করতে হয়।
(iii) ‘Do’ verb-এর সাহায্যে ও not যোগ করে Imperative sentence-এর Negative করা হয়।
4. Optative Sentence
Optative Sentence কাকে বলে?
যে বাক্যের দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
Optative Sentence এর উদাহরণ
তুমি সুখী হও— May you be happy.
ঈশ্বর তোমার মঙ্গল করুন— May God bless you.
তুমি দীর্ঘজীবি হও - May you live long.
Optative Sentence চেনার উপায়
অধিকাংশ ক্ষেত্রে ‘May’ দিয়ে Optative sentence শুরু হয়।
‘May’ ছাড়াও Optative sentence হতে পারে। যেমন—
ঈশ্বর আমাকে রক্ষা করুন— God save me.
5. Exclamatory Sentence
Exclamatory Sentence কাকে বলে?
যে বাক্যের দ্বারা মনের আবেগ (দুঃখ, আনন্দ, হর্ষ) প্রকাশ করে তাকে Exclamatory Sentence বলে।
Exclamatory Sentence উদাহরণ
কি সুন্দর পাখি!—What a beautiful bird !
হায়! আমার সর্বনাশ হয়েছে—Alas ! I am undone.
কি আনন্দ! আমরা খেলায় জিতেছি—Hurrah! we have won the game.
কি মজা!—What a fun !
ছি ছি! তুমি শেষে এই করলে! – Fie! you did this at last.
Exclamatory Sentence চেনার উপায়
i.কোনো sentence এ যদি Hurrah, Oh, Bravo, Alas, ah, ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে সেটা Exclamatory Sentence হয়।
ii. যদি কোনো বাক্যের শেষে সাধারণতঃ Note of exclamation (!) বসে তাহলে সেটাও Exclamatory Sentence হয়।
2. Structural Category Of Sentence
ব্যাকরণের গঠন অনুসারে subject, verb ইত্যাদির সংখ্যা এবং অবস্থান ইত্যাদি থেকে আমরা Sentence কে মূল তিনটি ভাগ করতে পারি-
1. SIMPLE SENTENCE (সরল বাক্য)
2. COMPLEX SENTENCE ( জটিল বাক্য)
3. COMPOUND SENTENCE ( যৌগিক বাক্য)
1. SIMPLE SENTENCE
Simple sentence কাকে বলে?
যে বাক্যে একটি subject এবং একটি finite verb থাকে তাকেই simple sentence বলে।
যেমন,
'It is a big dog' এই বাক্যটি একটি simple sentence.
এটিতে একটি মাত্র subject বা কৰ্ত্তা ‘it’ আছে।
এই বাক্যে ‘is' হয় finite verb.
Finite verb বলার অর্থ হল এই verb বা ক্রিয়াটি subject-র person, number এবং tense-এর সঙ্গে পরিবর্তনশীল। আমাদের মনে রাখতে হবে simple sentence-এ একের বেশি verb থাকতে পারে কিন্তু তাদের মধ্যে একটিই finite হবে এবং বাকিগুলি হবে non-finite.
নিচের তালিকাটি দেখ। এখানে দুটি বাক্য আছে। Chart A-র বাক্যে একটি verb আছে কিন্তু Chart B-তে দুটি verb আছে। তবে এ দুটিই Simple sentence বা সরল বাক্য কারণ প্রতিটিতেই একটি করে finite verb আছে।
2. COMPLEX SENTENCE
Complex Sentence কাকে বলে?
যে sentence এর একটি main clause এবং এক বা একের বেশি subordinate clause থাকে সেই ধরনের sentence কে complex sentence বা জটিল বাক্য বলে।
Complex Sentence গঠন
একটি complex sentence গঠন করতে হলে অনেক sub-clause ব্যবহার করতে পারি কিন্তু সর্বদাই একটি main clause রাখতে হবে।
Complex Sentence উদাহরণ
1 Main + 1 Sub : The blind man says | that it is a big dog.
1 Main + 2 Sub: Though the blind man says | that it is a big dog | it is a big crocodile|.
1 Main + 3 Sub: Though the blind man says | that it is a big dog, | it is a big crocodile | which is crawling over the road|.
3. COMPOUND SENTENCE
Compound Sentence কাকে বলে?
যে sentence এ দুটি main clause co-ordinating linker বা conjunction যেমন: and but, or ইত্যাদি দ্বারা যুক্ত হয় তখন সেই sentence টিকে compound sentence বলে।
যেমন,
Complex Compound Sentence
Complex Compound Sentence কাকে বলে?
যে বাক্যে একটি main clause এবং দুই বা ততোধিক sub-clause আছে যেগুলি co-ordinating linker দ্বারা যুক্ত থাকে তাকে Complex-compound sentence বলে।
Complex Compound Sentence উদাহরণ
এখানে আমাদের main clause হল
The class teacher said .....
দুটি sub-clause হল
...that six students were granted leave.
...that three others left without permission.
এই sub-clause দুটি co-ordinating linker ‘and’ দ্বারা যুক্ত হয়েছে।
Compound-Complex Sentence
compound-complex sentence কাকে বলে?
যে বাক্যে দুই বা ততোধিক main clause থাকে এবং এই main clauseগুলির মধ্যে অন্ততঃ একটিতে sub-clause থাকে তখন ঐ বাক্যকে compound-complex sentence বলে।
Compound-Complex Sentence উদাহরণ