মেট্রিক পদ্ধতি কাকে বলে ? মেট্রিক পদ্ধতির সুবিধা এবং মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন ?
মেট্রিক পদ্ধতি
মেট্রিক পদ্ধতি কাকে বলে?
S.I ও C.G.S পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে।
মেট্রিক পদ্ধতির সুবিধা গুলি কি কি?
উঃ মেট্রিক পদ্ধতির সুবিধা গুলি হল-
i). মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড়ো বা ছোটো এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এজন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়।
ii). মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে ডেকা (10), হেক্টো (10²), কিলো(10³), মেগা (10⁶), গিগা (10⁹), ডেসি (10⁻¹), সেন্টি (10⁻²), মিলি (10⁻³), মাইক্রো (10⁻⁶), ন্যানো (10⁻⁹) প্রভৃতি উপসর্গগুলি (prefixes) যোগ করে বড় বা ছোটো এককগুলি লেখা যায়। উপসর্গগুলির সঙ্গে গ্রাম শব্দটি যোগ করলে ভরের একক এবং মিটার শব্দটি যোগ করলে দৈর্ঘ্যের একক প্রকাশ পায়।
iii). মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য, আয়তন, ভরের এককের মধ্যে একটি সহজ সম্পর্ক বর্তমান। এর ফলে ওইগুলিকে সহজে মনে রাখা যায়।
যেমন,1 ঘন সেন্টিমিটার জলের ভর 1 গ্রাম এবং 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম।
মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন ?
মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড়ো বা ছোটো এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এজন্য মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়।
যেমন, 8754.327 মিটার
= 875432.7 সেন্টিমিটার
= 8.754327 কিলোমিটার
এগুলি দশমিক সরালে ছোট বা বড় একক করা যাচ্ছে।
মেট্রিক পদ্ধতির অপর নাম কি?
উঃ দশমিক পদ্ধতি
মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি?
উঃ মিটার