লীন তাপ কাকে বলে ? লীন তাপের একক ও মাত্রা এবং লীন তাপ কয় প্রকার ও কি কি?
লীন তাপ
লীন তাপ কাকে বলে ?
প্রমাণ চাপে, উষ্ণতা স্থির রেখে একক ভরের কোন পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই তাপকে ঐ পদার্থের ঐ অবস্থা পরিবর্তনের লীনতাপ বলে।
লীন তাপের একক কি?
সি. জি. এস. পদ্ধতিতে লীন তাপের একক ক্যালোরি/গ্রাম ( cal/g)
এবং
এস. আই. পদ্ধতিতে লীন তাপের একক জুল/কিলোগ্রাম ( J/kg)
লীন তাপের মাত্রা কি?
লীন তাপের মাত্রা ML²T-²/M = M⁰L²T-²
অর্থাৎ লীন তাপের মাত্রা হল L²T-²
লীন তাপ কয় প্রকার ও কি কি?
পদার্থের অবস্থান্তর অনুযায়ী লীন তাপ চার প্রকার যথা-
(i) গলনের লীন তাপ (latent heat of fusion)
(ii) কঠিনীভবনের লীন তাপ (latent heat of solidification),
(iii) বাষ্পীভবনের লীন তাপ (latent heat of
vaporisation) এবং
(iv) ঘনীভবনের লীন তাপ (latent heat of condensation)।
(i) গলনের লীন তাপ
গলনের লীন তাপ কাকে বলে?
উঃ একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের গলনের লীন তাপ বলে।
গলনের লীন তাপের একক কি?
উঃ CGS এবং FPS পদ্ধতিতে গলনের লীন তাপের একক যথাক্রমে ক্যালোরি/গ্রাম (calorie per gram বা সংক্ষেপে cal/g)
বরফের গলনের লীন তাপ কত?
উঃ বরফ গলনের লীন তাপ বা বরফের লীন তাপ 80 cal/g
বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথার অর্থ কি?
উঃ বরফ গলনের লীন তাপ 80 cal/g বলতে বোঝায় 0°C উষ্ণতায় 1 g বরফকে 0°C উষ্ণতায় 1 g জলে পরিণত করতে 80 cal তাপ দিতে হবে।
অথবা
0°C উষ্ণতায় 1 g জলকে 0°C উষ্ণতার 1 g বরফে পরিণত করতে 80 cal তাপ টেনে নিতে হবে।
বরফ গলনের লীন তাপ এর চেয়ে জলের বাষ্পীভবনের লীন তাপ বেশি কেন?
উঃ কঠিন পদার্থকে তরলে রূপান্তরের তুলনায় তরল পদার্থকে গ্যাসে রূপান্তরের সময় আন্তরাণবিক ব্যবধান অনেক বেশি বাড়াতে হয় বলে বেশি তাপের প্রয়োজন হয়। তাই গলনের লীন তাপের চেয়ে বাষ্পীভবনের লীন তাপ বেশি হয়।
(ii) কঠিনীভবনের লীন তাপ
কঠিনীভবনের লীন তাপ কাকে বলে?
উঃ একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কঠিনে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের কঠিনীভবনের লীন তাপ বলে।
কোনো পদার্থের গলনের লীন তাপ এবং কঠিনীভবনের লীন তাপ সমান।
লীন তাপকে সাধারণত L অক্ষর দিয়ে সূচিত করা হয়।
যদি m ভরের কোনো পদার্থকে গলাতে বা কঠিন করতে H পরিমাণ তাপ দিতে বা বের করতে হয় তবে
H = mL
(iii) বাষ্পীভবনের লীন তাপ
বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে?
উঃ একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের বাষ্পীভবনের লীন তাপ বলে।
(iv) ঘনীভবনের লীন তাপ
ঘনীভবনের লীন তাপ কাকে বলে?
উঃ একক ভরের কোনো গ্যাসের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ টেনে নিতে হয় তাকে ওই গ্যাসের ঘনীভবনের লীন তাপ বলে।
কোনো পদার্থের বাষ্পীভবনের লীন তাপ এবং ঘনীভবনের লীন তাপ সমান।
বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো?
উঃ জলের বাষ্পীভবনের লীন তাপ বা স্টিমের লীন তাপ 537 cal/g বলতে বোঝায় 100°C উষ্ণতায় 1 g জলকে 100°C উষ্ণতায় 1 g স্টিমে পরিণত করতে 537 cal তাপের প্রয়োজন হয়। আবার 100°C উষ্ণতায় 1g স্টিমকে 100°C উষ্ণতায় 1 g জলে পরিণত করতে 537 cal তাপ টেনে নিতে হয়।