তাপ কাকে বলে? তাপের একক ও মাত্রা এবং তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

তাপ এবং তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

তাপ কাকে বলে?
উঃ তাপ হল এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। 
বস্তুর মধ্যে নিহিত মোট তাপ কখনও মাপা যায় না। আমরা শুধুমাত্র বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপকে পরিমাপ করতে পারি।
তাপের একক কি?
উঃ সি. জি. এস. পদ্ধতিতে তাপের একক ক্যালরি (Calorie)। 
 এস. আই. পদ্ধতিতে তাপের একক জুল (Joule)
এক ক্যালরি কাকে বলে?
উঃ এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে 1 ক্যালরি বলে।
এক ক্যালরি সমান কত জুল?
উঃ 1 ক্যালরি= 4.2 জুল।
এক জুল সমান কত ক্যালরি?
উঃ 1 জুল= 0.24 ক্যালরি।
তাপের মাত্রা কি?
উঃ যেহেতু তাপ একপ্রকার শক্তি, সুতরাং শক্তির মাত্রা তাপের মাত্রা একই হবে।
অতএব, তাপের মাত্রা হল ML²T⁻²
তাপ ও তাপমাত্রা বা উষ্ণতার মধ্যে পার্থক্য কি?
উঃ তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য গুলি হল-
তাপ তাপমাত্রা বা উষ্ণতা
1. তাপ এক প্রকার শক্তি। 1. তাপমাত্রা বলতে বস্তুর তাপীয় অবস্থা বোঝায়।
2. তাপ হল উষ্ণতার কারণ। 2. তাপমাত্রা বা উষ্ণতা হল তাপের ফল।
3. দুটি বস্তুর উষ্ণতা এক হওয়া সত্ত্বেও তাদের তাপের পরিমাণ আলাদা হতে পারে। 3. দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাদের তাপমাত্রা আলাদা হতে পারে।
4. দুটি বস্তুর মধ্যে তাপের আদন-প্রদান তাদের তাপের পরিমাণের উপর নির্ভর করে না। 4. দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান বস্তু দুটির তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে।
5. বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 5. থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয়।
6. সি. জি. এস. পদ্ধতিতে তাপের একক ক্যালরি এবং এস. আই. পদ্ধতিতে তাপের একক জুল 6. সি. জি. এস. পদ্ধতিতে তাপমাত্রা একক ডিগ্রি সেলসিয়াস এবং এস. আই. পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন

আরো পড়ুন- আপেক্ষিক তাপ কাকে বলে? ও আপেক্ষিক তাপ বিষয়ে প্রশ্ন উত্তর
Next Post Previous Post
3 Comments
  • Anonymous
    Anonymous September 8, 2023 at 8:10 AM

    Nice anser

    • Anonymous
      Anonymous December 12, 2023 at 9:05 PM

      Nice answer

  • Anonymous
    Anonymous March 29, 2024 at 8:19 AM

    A good ans tnk

Add Comment
comment url