ভেজা জামাকাপড় গায়ে শুকানো উচিত নয় কেন ?
ভেজা জামাকাপড় গায়ে শুকানো উচিত নয় কেন?
উত্তরঃ ভেজা জামাকাপড় গায়ে শুকালে ভেজা জামাকাপড়ের জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লীনতাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে ফলে শরীর হঠাৎ বেশি ঠান্ডা হয় ফলে আমাদের সর্দি লাগে।