চাঁদে কেন বায়ুমণ্ডল থাকে না?
চাঁদে কেন বায়ুমণ্ডল থাকে না?
উঃ চাঁদে বায়ু না থাকার কারণ চাঁদে 'g'-র মান অনেক কম। তার ফলে চাঁদে মুক্তি বেগের মানও (vₑ = √2gR) কম (2.5 km/s প্রায়)। মুক্তি বেগের মান কম হওয়ার ফলে বায়ুমণ্ডল সৃষ্টিকারী গ্যাসগুলির তাপীয় গতিবেগের মান মুক্তি বেগের থেকে বেশি হয়। ফলে গ্যাস চাঁদে থেকে মুক্ত হয়ে গেছে।