জলের ভেতর বুদবুদ চকচকে দেখায় কেন?
জলের ভেতর বুদবুদ চকচকে দেখায় কেন?
উঃ জলের মধ্যে বায়ুর বুদবুদকে চকচকে দেখায় কারণ, জলের ভেতর দিয়ে যে সব আলোক রশ্মি জল ও বায়ুর সংকট কোণের চেয়ে বেশি কোণে বুদবুদের পৃষ্ঠে আপতিত হয়, সেই সব রশ্মিগুলির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই প্রতিফলিত রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়লে আমরা বুদবুদটিকে উজ্জ্বল দেখি। একই কারণে পেপার ওয়েটের মধ্যে বায়ুর বুদবুদগুলিকে উজ্জ্বল বা চকচকে দেখি।
Very good