বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন?
বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন?
উত্তর : তরলের পৃষ্ঠতলে স্পর্শকভাবে পৃষ্ঠটানের প্রভাবে তরল পৃষ্ঠ সর্বনিম্ন শক্তিস্তর বজায় রাখতে চায়, তাই ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। যেহেতু নির্দিষ্ট আয়তনের বেলায় একমাত্র গোলকেরই ক্ষেত্রফল সর্বনিম্ন তাই বৃষ্টির ফোঁটা গোলাকার হয়।