গরমের দিনে কুকুর জীব বার করে থাকে কেন?
গরমের দিনে কুকুর জীব বার করে থাকে কেন?
উঃ কুকুরের শরীর থেকে ঘাম বের হয় না। জিভ বের করে রাখলে তার থেকে যে জলীয় অংশ বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পীভবন কার্যের জন্য প্রয়োজনীয় লীন তাপ কুকুরের জিভ থেকে সংগৃহীত হয়। ফলে কুকুরের শরীরের উষ্ণতা কমে এবং তাদের আরামবোধ হয়। সেজন্য গরমের দিনে কুকুর জীব বার করে থাকে।