লিটার কাকে বলে? লিটারের সংজ্ঞায় 4°C উষ্ণতার উল্লেখ থাকে কেন
লিটার কাকে বলে?
উঃ 4°C বা 277K উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার বলে।
এস. আই এবং সি. জি. এস. পদ্ধতিতে তরলের আয়তন লিটার এককে মাপা হয়।
1 লিটার কত সিসি?
উঃ 1 লিটার = 1000 ঘন সেন্টিমিটার বা 1000 cc.
লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উষ্ণতার উল্লেখ থাকে কেন?
উঃ লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উষ্ণতার উল্লেখ করা হয় কারণ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি এবং ওই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। জলের উষ্ণতা 4°C থেকে কমে বা বেশি হলে জলের ঘনত্ব কমে। ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের বেশি হয় এজন্য নির্দিষ্ট আয়তনকে বোঝাতে লিটারের সংজ্ঞায় 4°C বা 277K তাপমাত্রার উল্লেখ করা হয়।
লিটার ও কেজির মধ্যে পার্থক্য কি?
উঃ লিটার তরলের আয়তন পরিমাপ করতে লিটার একক ব্যবহার করা হয়।
কিন্তু কেজি বা কিলোগ্রাম বস্তুর ভর* পরিমাপ করতে ব্যবহার করা হয়।
1 লিটার = 1000 মিলিমিটার
যেখানে 1 কেজি = 1000 গ্ৰাম
বস্তুর ভর কি?
উঃ কোন বস্তুতে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ঐ বস্তুর ভর বলে।