পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন?
পর্বতশৃঙ্গে ওঠার সময় আরোহীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে কেন?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমতে থাকে। এভাবে কমতে কমতে এক জায়গায় খুব কম থাকে, এক জায়গায় শেষ হয়। যত উপরের দিকে উঠা যায় অক্সিজেনের ঘনত্ব তত কমতে থাকে। পর্বতের উপর অক্সিজেন খুব কম থাকে। ফলে পর্বতারোহীগণ বা রকেট অভিযাত্রীরা কৃত্রিম উপায়ে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে।