জাড্য কাকে বলে কয় প্রকার ও কি কি? স্থিতি জাড্য ও গতি জাড্য কাকে বলে উদাহরণ দাও।
পদার্থের জাড্য ও তার প্রকারভেদ
জাড্য কাকে বলে কয় প্রকার ও কি কি?
উঃ পদার্থের যে মৌলিক ধর্মের জন্য কোন স্থির বস্তু গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করে, পদার্থের সেই ধর্মকে জাড্য বলে।
পদার্থের জাড্য দুই প্রকার
(i) স্থিতিজাড্য (Inertia of rest)
(ii) গতিজাড্য (Inertia of motion).
নিউটনের কোন সূত্রকে জাড্যের সূত্র বলা হয়?
উঃ নিউটনের প্রথম সূত্রকে জাড্যের সূত্র বলা হয়।
জাড্যের সাথে ভরের সম্পর্ক কি?
উঃ ভরই জাড্যের পরিমাণ। যে পদার্থের ভর যত বেশি, তার জাড্যও তত বেশি।
স্থিতি জাড্য কাকে বলে উদাহরণ দাও।
উঃ পদার্থের যে ধর্মের জন্য কোনও স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবনতা দেখায় পদার্থের সেই ধর্মকে স্থিতিজাড্য বলে।
স্থিতি জাড্যের উদাহরণ
1. একটি গাড়ি হঠাৎ চলতে শুরু করলে সিটে বসা যাত্রী বা দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে কেন?
উঃ গাড়ী যখন স্থির ছিল তখন যাত্রীর দেহও স্থির ছিল। গাড়ী চলতে শুরু করার সঙ্গে সঙ্গে তার দেহের নীচের অংশ গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয় কিন্তু স্থিতিজাড্যের জন্য উপরের অংশ তখনও স্থির অবস্থায় থাকার চেষ্টা করে। ফলে যাত্রী গাড়ির বিপরীত দিকে অর্থাৎ পিছন দিকে হেলে পড়ে।
2. লাঠি দিয়ে আঘাত করলে কম্বলের ধূলা ঝরে পড়ে কেন?
উঃ কম্বলটি লাঠির আঘাতে তাৎক্ষণিক গতিশীল হয়। কিন্তু ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের অবস্থায় থাকতে চায়। ফলে ধূলিকণাগুলি কোন অবলম্বন না পাওয়ায় নিচে পড়ে যায়।
গতিজাড্য কাকে বলে উদাহরণ দাও।
উঃ পদার্থের যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা দেখায় পদার্থের সেই ধর্মকে গতিজাড্য বলে।
গতিজাড্যের উদাহরণ
1. কোন চলন্ত গাড়ি থেকে কোন আরোহী হঠাৎ মাটিতে নামলে চলন্ত গাড়ির দিকে পড়ে যায় কেন?
উঃ চলন্ত গাড়িতে যখন লোকটি ছিল তখন গাড়ির সঙ্গে আরোহীর সম্পূর্ণ দেহই গতিশীল ছিল। গাড়ি থেকে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহীর দেহের নীচের অংশ মাটির সাথে স্থির অবস্থায় আসে কিন্তু গতিজাড্যের জন্য দেহের উপরের অংশ বাসের বেগে এগিয়ে যেতে চায়। ফলে আরোহী সামনের দিকে পড়ে যায়।
2. সমবেগে চলন্ত গাড়ির কামরায় কোন যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছেড়ে দিলে কিছুক্ষণ পর বলটি পুনরায় তার হাতে এসে পড়ে কেন?
উঃ সমবেগে চলন্ত গাড়ির কামরায় কোনো যাত্রী একটি বলকে সোজা ওপরের দিকে ছুঁড়ে দিলে কিছুক্ষণ পর বলটি আবার তার হাতে এসে পড়ে, যদিও যাত্রীটি সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। গতিজাড্যের জন্য বলটির সামনের দিকের গতি বজায় থাকে। ফলে একই সময়ে বল এবং যাত্রী সামনের দিকে একই দূরত্ব যায়। তাই বলটি যাত্রীর হাতে এসে পড়ে।গতিজাড্য না থাকলে বলটি যাত্রীর পেছনে পড়ত।
3. একটি বৈদ্যুতিক সুইচ অফ করে দিলেও পাখাটি সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন?
উঃ একটি বৈদ্যুতিক পাখার সুইচ অফ করে দিলেও পাখাটি সঙ্গে সঙ্গে থেমে যায় না। গতিজাড্যের জন্য পাখাটি আরও কিছুক্ষণ ঘুরতে থাকে—যতক্ষণ না যন্ত্রাংশগুলির পারস্পরিক ঘর্ষণ এবং বাইরের বায়ুর বাধা পাখাটিকে সম্পূর্ণ থামিয়ে দেয়।