বৃতি কাকে বলে? বৃতির বৈশিষ্ট্য ও বৃতির কাজ কি ?
ফুলের বৃতি
বৃতি কাকে বলে?উত্তরঃ বৃতি ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক এবং পাঁচটি সবুজ বর্ণের অংশ নিয়ে গঠিত। এরূপ প্রতিটি অংশকে বৃত্যংশ বলে। সকল বৃত্যংশকে সমষ্টিগতভাবে বৃতি বলে।
যুক্ত বৃতি কাকে বলে?
জবার বৃত্যংশগুলি পরস্পর জুড়ে নলাকার বৃতি গঠন করে। এই ধরনের বৃতিকে যুক্তবৃতি বলে।
উপবৃতি কাকে বলে?
উঃ কিছু কিছু ফুলে বৃতির বাইরে ছোট পাতার মত অংশ থাকে, এদের উপবৃতি বলে।
যেমন- জবা ফুলে উপবৃতি দেখা যায়।
বৃতির বৈশিষ্ট্য গুলি কি কি?
উঃ বৃতির বৈশিষ্ট্য গুলি হল-
1. বৃতি ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক।
2. বৃতি পাঁচটি সবুজ বর্ণের অংশ নিয়ে গঠিত।
3. বৃতির প্রতিটি অংশকে বৃত্যংশ বলে।
4. প্রতিটি বৃত্যংশই সমষ্টিগতভাবে বৃতি বলে।
5. বৃতি ভিতরের স্তবককে রক্ষা করে।
6. বৃতি মসৃণ বা রোমযুক্ত হয়।
বৃতির কাজ কী?
উত্তরঃ বৃতির কাজ হল –
(i) মুকুল অবস্থায় বৃতি ফুলের অন্যান্য ভেতরের
স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, কীটপতঙ্গের আক্রমণ ও প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে।
(ii) বৃতির রং সবুজ, তাই সালোকসংশ্লেষ চালিয়ে খাদ্য উৎপাদনে সাহায্য করে।
(iii) বৃতি রঙিন হলে পোকামাকড়, মৌমাছি ইত্যাদি আকৃষ্ট করে পরাগমিলনে সাহায্য করে।
Too good 👌👌👌👌
Very good 👍👍