ঘরের ছাদের ঠিক নীচে ঘুলঘুলি রাখা হয় কেন?
ঘরের ছাদের ঠিক নীচে ঘুলঘুলি বা Ventilator রাখা হয় কেন?
উঃ ঘরের মধ্যে বায়ু চলাচলের জন্য ঘুলঘুলি রাখা হয়। মানুষের শ্বাসপ্রশ্বাস ক্রিয়া এবং আগুন জ্বালানোর ফলে ঘরের বায়ু দূষিত ও উত্তপ্ত হয়। এই দুষিত উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায়। তখন অপেক্ষাকৃত বেশি চাপের ঠান্ডা বিশুদ্ধ বায়ু জানলা ও দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। ফলে ঘরের বাতাস পরিচলন প্রবাহের মাধ্যমে বিশুদ্ধ থাকে। এই কারণের জন্য ঘুলঘুলি রাখা হয়।