ফুল কাকে বলে? আদর্শ ফুল কাকে বলে? একলিঙ্গ ফুল ও উভয়লিঙ্গ ফুল কাকে বলে উদাহরণ দাও।
ফুল বিষয়ে প্রশ্ন উত্তর
ফুল কাকে বলে?
উঃ উদ্ভিদের জননে সাহায্যকারী পরিবর্তিত বিটপকেই ফুল বলে।ফুল কত প্রকার ও কি কি?
উঃ ফুল দুই প্রকার যথা- 1. সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল 2. অসম্পূর্ণ ফুল।
সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল
আদর্শ ফুল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে সমস্ত ফুলে চারটি স্তবকই অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে, সেই ফুলকে সম্পূর্ণ বা আদর্শ ফুল বলে।
আদর্শ ফুলের উদাহরণ - জবা
আদর্শ ফুলের কয়টি অংশ ও কি কি?
উঃ আদর্শ ফুলের চারটি অংশ যথা- i) বৃতি ii) দলমণ্ডল iii) পুংকেশর চক্র iv) গর্ভকেশরচক্র
অসম্পূর্ণ ফুল
অসম্পূর্ণ ফুল কাকে বলে?
উঃ যে সমস্ত ফুলে চারটি স্তবকই অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে একটি স্তবক থাকে না, সেই সমস্ত ফুলকে অসম্পূর্ণ ফুল বলে।
অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উঃ অসম্পূর্ণ ফুলের উদাহরণ হল - কুমড়ো, রজনীগন্ধা
একলিঙ্গ ফুল
একলিঙ্গ ফুল কাকে বলে?
উঃ যে সব ফুলের অত্যাবশকীয় স্তবক পুংস্তবক বা স্ত্রীস্তবকের মধ্যে একটিমাত্র স্তবকই উপস্থিত থাকে, তাদের একলিঙ্গ ফুল বলে।
একলিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উঃ একলিঙ্গ ফুল যেমন- কুমড়ো, নারকেল, তাল ইত্যাদি।
উভয়লিঙ্গ ফুল
উভয়লিঙ্গ ফুল কাকে বলে?
উঃ যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই সঙ্গে থাকে, তাকে উভয়লিঙ্গ ফুল বলে।
উভয়লিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উঃ উভয়লিঙ্গ ফুলের উদাহরণ হল- ধুতুরা, জবা, অপরাজিতা ইত্যাদি।
সুষম ফুল
সুষম ফুল কাকে বলে ?
উঃ যে সমস্ত ফুলে প্রত্যেকটি স্তবকের অংশগুলি সমান অর্থাৎ বৃতি , দলমণ্ডল , পুংকেশর ও গর্ভকেশর পরস্পর আকৃতিগত ভাবে এক ধরনের ও সমান দূরত্বে অবস্থান করে তাকে সমাঙ্গ ফুল বা সুষম ফুল বলে ।
সুষম ফুলের উদাহরণ দাও।
উঃ সুষম ফুলের উদাহরণ হল - ধুতুরা
বিষম ফুল
বিষম ফুল কাকে বলে?
উঃ যে সমস্ত ফুলে এক বা একাধিক স্তবকের অংশগুলি অসমান যেমন বৃতি , দলমণ্ডল , পুংকেশর ও গর্ভকেশর পরস্পর আকৃতিগত ভাবে এক ধরনের নয় এবং তাদের দূরত্ব অসম ভাবে অবস্থান করে তাদের অসমাঙ্গ ফুল বা বিষম ফুল বলে ।
বিষম ফুলের উদাহরণ দাও।
উঃ বিষম ফুলের উদাহরণ হল- মটর
ফুল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. পরাগযোগ কাকে বলে?
উঃ একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সমজাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগযোগ বলে।
2. ফুলের প্রধান কাজ কী?
উঃ ফুলের প্রধান কাজ বংশবিস্তার করা।
3. পুরুষ ফুল কাকে বলে?
উঃ যে সমস্ত ফুলে পুংকেশরচক্র থাকে, তাকে পুরুষ ফুল বলে।
4. স্ত্রী ফুল কাকে বলে?
উঃ যে সমস্ত ফুলে গর্ভকেশর চক্র থাকে, তাকে স্ত্রী ফুল বলে।
5. ফুলের অপরিহার্য স্তবক কোনগুলি?
উঃ ফুলের অপরিহার্য স্তবক পুংস্তবক ও স্ত্রীস্তবক।
6. ফুলের সাহায্যকারী স্তবক কোনগুলি?
উঃ ফুলের সাহায্যকারী স্তবক বৃতি ও দলমণ্ডল।
7. পুংকেশর কী থেকে উৎপন্ন হয়?
উঃ পুংকেশর পরাগরেণু থেকে উৎপন্ন হয়।
8. পুংকেশরের কোন অংশে পরাগরেণু উৎপন্ন হয়?
উঃ পুংকেশরের পরাগধানী অংশে পরাগরেণু উৎপন্ন হয়।
9. একটি গর্ভপত্রের বিভিন্ন অংশগুলি কী কী?
উঃ একটি গর্ভপত্রের বিভিন্ন অংশগুলি হল— গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
10. পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ার পদ্ধতিকে কী বলে?
উঃ পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ার পদ্ধতিকে পরাগযোগ বলে।
11. একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ দাও।
উঃ বকফুল একটি অসমাঙ্গ ফুল।
12. পরাগধানী কোথায় থাকে?
উঃ পরাগধানী পুংদণ্ডের আগায় থাকে।
13. পাঁচ খণ্ড বিশিষ্ট গর্ভমুণ্ড কোথায় থাকে?
উঃ জবা ফুলের গর্ভমুণ্ড পাঁচ খন্ড বিশিষ্ট।
14. ফুলের কোন অংশ থেকে ফল উৎপন্ন হয়?
উঃ ফুলের ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়।
15. একটি বহু প্রতিসম ফুলের উদাহরণ দাও।
উঃ জবা ফুল একটি বহু প্রতিসম ফুল।
16. একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উঃ কুমড়ো ফুল একটি অসম্পূর্ণ ফুল।
17. দ্বিবীজপত্রী ফুলের বৃত্তিতে কয়টি অংশ থাকে?
উঃ দ্বিবীজপত্রী ফুলের বৃতিতে ৫টি অংশ আছে।
18. আদর্শ ফুলে কী কী স্তবক আছে?
উঃ আদর্শ ফুলে বৃতি, দলমণ্ডল, পুংকেশরচক্র ও গর্ভকেশরচক্র, পুংস্তবক ও স্ত্রীস্তবক।