ভ্রূণাক্ষ কি ? ভ্রূণমূল কি? ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের পার্থক্য
ভ্রূণমূল ও ভ্রূণমুকুল
ভ্ৰূণাক্ষ কী?
উত্তরঃ বীজপত্র সংলগ্ন বাঁকা ছোটো দণ্ডাকার অংশটি ভ্রূণাক্ষ। এটা থেকে কাণ্ড ও মূল গঠিত হয়।
ভ্রূণমূল কি ?
উঃ ভ্রূণাক্ষের নিম্নগামী অক্ষকে ভ্ৰূণমূল বলে।
ভ্রূণমুকুল কি ?
উঃ ভ্রূণাক্ষের ওপরের দিকের অংশকে ভ্ৰূণমুকুল বলে।
ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের পার্থক্য কি?
উঃ ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের পার্থক্য গুলি হল-
ভ্রূণমূল | ভ্রূণমুকুল |
---|---|
(i) ভ্ৰূণমূল আলোর বিপরীত দিকে এবং আকর্ষের দিকে বৃদ্ধি পায়। | (i) ভ্ৰূণমুকুল আলোর দিকে এবং আকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়। |
(ii) ভ্রূণাক্ষের নিম্নগামী অক্ষকে ভ্ৰূণমূল বলে। | (ii) ভ্রূণাক্ষের ওপরের দিকের অংশকে ভ্ৰূণমুকুল বলে। |
(iii) ভ্ৰূণমূল থেকে মূল উৎপন্ন হয়। | (iii) ভ্ৰূণমুকুল থেকে বিটপ উৎপন্ন হয়। |