মটর ফুলের বিভিন্ন অংশ
মটর ফুলের বিভিন্ন অংশের বিবরণ দাও।
মটর ফুলে বৃত্তি দলমণ্ডল, পুংকেশরচক্র ও গর্ভকেশরচক্র—এই চারটি স্তবকই আছে। মটর ফুল সাদা, লাল এবং বেগুনি রঙের হতে পারে। মটর ফুল বিষম ফুল।
(ক) বৃতি
পাঁচটি সবুজ বর্ণের বৃত্যংশ নিয়ে বৃতি গঠিত। এরা পরস্পর সংযুক্ত হয়ে দলমণ্ডলের নীচের দিকে ঘিরে রাখে।
(খ) দলমণ্ডল
পাঁচটি দলাংশ নিয়ে দলমণ্ডল গঠিত। দলাংশগুলি অসম আকৃতির।
(গ) পুংকেশরচক্র
দলমণ্ডলের ঠিক ভেতরেই পুংকেশরচক্র অবস্থিত। দশটি পুংকেশর নিয়ে পুংকেশরচক্র গঠিত। দশটি পুংকেশরের মধ্যে নয়টি পুংকেশর একসঙ্গে মিলিত হয়ে একটি গুচ্ছ গঠন করে এবং দশমটি পৃথক থাকে। পুংকেশর একটি সরু সুতোর মতো দণ্ড বা পরাগদণ্ড ও শীর্ষদেশে অস্থির ন্যায় পরাগধানী দ্বারা গঠিত।
(ঘ) গর্ভকেশরচক্র
একটি গর্ভপত্র নিয়ে গর্ভকেশরচক্র গঠিত। এটি গর্ভপত্র, ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড দ্বারা গঠিত।