পরিবেশের জন্য ভাবনা দশম শ্রেণি অনুশীলনী প্রশ্ন উত্তর
পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)
1. নীচের কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?
(a) N₂ (b) O₂ (c) CH₄ (d) He
উঃ (c) CH₄
2. নীচের কোন্টি গ্রিনহাউস গ্যাস নয়?
(a) মিথেন (b) জলীয় বাষ্প (c) কার্বন ডাইঅক্সাইড (d) অক্সিজেন
উঃ (d) অক্সিজেন
3. কোন্ প্রকৃতিক কয়লার তাপন মূল্য সর্বাধিক?
(a) পিট (b) বিটুমিনাস (c) অ্যানথ্রাসাইট (d) লিগনাইট
উঃ (c) অ্যানথ্রাসাইট
4. কোন্ গ্যাসটি ওজোনস্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?
(a) NO (b) NO₂ (c) CFC (d) CO₂
উঃ (d) CO₂
5. বায়োগ্যাসের প্রধান উপাদান
(a) মিথেন (b) হাইড্রোজেন (c) অক্সিজেন (d) অ্যাসিটিলিন
উঃ (a) মিথেন
6. কোন্টি জীবাশ্ম জ্বালানি নয়?
(a) কয়লা (b) ডিজেল (c) সৌরশক্তি (d) পেট্রোল
উঃ (c) সৌরশক্তি
7. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী?
(a) N₂O (b) CH₄ (c) CO₂ (d) H₂O বাষ্প
উঃ (c) CO₂
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি (VSA)
শূন্যস্থান পূরণ করো
1. বায়ুর .......স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে।
উঃ স্ট্র্যাটোস্ফিয়ার
2. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা .........
উঃ উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে।
3. সৌর কোশে..... শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়।
উঃ সৌরশক্তি।
4. মিথেন হাইড্রেটের সংকেত হল .......
উঃ মিথেন হাইড্রেটের সংকেত হল 4CH₄,23H₂O
B. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো
1. প্রধান গ্রিনহাউস গ্যাস হল মিথেন।
উঃ মিথ্যা। প্রধান গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাই অক্সাইড।
2. CFC রেফ্রিজারেটারে ব্যবহৃত হয়।
উঃ সত্য
3. মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশের পৃথিবীপৃষ্ঠের পলিস্তরের নীচে অবস্থান করে।
উঃ সত্য
4. ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে।
উঃ মিথ্যা
C. এক কথায় উত্তর দাও
1. জ্বালানির তাপন মূল্যের একক লেখো।
উঃ জ্বালানির তাপন মূল্যের SI একক জুল/ কেজি এবং জ্বালানির তাপন মূল্যের CGS একক ক্যালোরি/গ্ৰাম
2. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
উঃ স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে।
3. বায়ুর কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উঃ বায়ুর থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়।
4. বায়ুর কোন্ স্তর থেকে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ বায়ুর থার্মোস্ফিয়ার স্তর থেকে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়।
5. বায়ুর কোন্ স্তরকে শান্তমণ্ডল বলা হয়?
উঃ বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়।
6. প্রধান গ্রিনহাউস গ্যাস কোন্টি?
উঃ প্রধান গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাই অক্সাইড (CO₂)
7. কোলবেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
উঃ কোলবেড থেকে মিথেন গ্যাস (CH₄) আহরণ করা হয়।
8. UV-রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
উঃ ক্লোরিন পরমাণু ।
9. একটি বায়োফুয়েলের নাম লেখো।
উঃ বায়োডিজেল।
10. ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
উঃ ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব হল-
ভূ-উষ্ণতা বৃদ্ধির ফলে সাইক্লোন, টর্নেডোর গতি বাড়বে এবং বনভূমি নষ্ট হবে।
11. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাপ বাড়লে বিশ্ব উন্নায়ন ঘটে।
উঃ কার্বন-ডাই-অক্সাইড (CO₂)
12. বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
উঃ বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি রূপে ব্যবহার করা হয়।
13. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্টি জীবাশ্ম জ্বালানি?
উঃ পেট্রোল।
14. একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
উঃ সৌরশক্তি, বায়ু শক্তি
I. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
(a) মেরুজ্যোতি | (i) গ্যাসোলিন |
(b) গ্রিনহাউস প্রভাব | (ii) অপুনর্ভব শক্তি |
(c) জীবাশ্ম জ্বালানি | (iii) থার্মোস্ফিয়ার |
(d) ভূতাপ | (iv) গ্লোবাল ওয়ার্মিং |
উঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
---|---|
(a) মেরুজ্যোতি | (iii) থার্মোস্ফিয়ার |
(b) গ্রিনহাউস প্রভাব | (iv) গ্লোবাল ওয়ার্মিং |
(c) জীবাশ্ম জ্বালানি | (i) গ্যাসোলিন |
(d) ভূতাপ | (ii) অপুনর্ভব শক্তি |
3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. ওজোনস্তর কাকে বলে?
উঃ ভূপৃষ্ঠ থেকে প্রায় 15–35 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে, তাকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে।
2. ওজোনস্তর সৃষ্টি হয় কীভাবে?
উঃ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেনের অণুকে ভেঙ্গে পরমাণুতে পরিণত করে। একটি অক্সিজেন অণুর (O₂) সঙ্গে একটি অক্সিজেন পরমাণু (O) যুক্ত হয়ে একটি ওজোন
অণু (O₃) তৈরি করে।
3. ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
উঃ ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব হল-
i) ওজোন স্তর ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঘটবে।
ii) চামড়ার ক্যান্সার, চোখে সানি পড়া ইত্যাদি বিভিন্ন রোগের প্রকোপ বাড়বে।
4. গ্রিনহাউস এফেক্ট কী?
উঃ বায়ুমন্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রীনহাউস ইফেক্ট বা গ্রিনহাউস প্রভাব বলে।
5. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম লেখো।
উঃ গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলি হল - কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড।
6. চারটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উঃ চারটি জীবাশ্ম জ্বালানির নাম হল- কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং ডিজেল ।
7. বায়োগ্যাস কাকে বলে?
উঃ কল কারখানার, গৃহস্থ, এবং কৃষিজাত জৈব আবর্জনাকে বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলে।
8. বায়োফুয়েলের ব্যবহার লেখো।
উঃ বায়োফুয়েলের ব্যবহার- বর্তমানে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে 10% ইথানল মিশিয়ে গ্যাসোহোল উৎপাদন করা হয় যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়।
9. কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি?
উঃ কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করা হয় তাকে ওই জানালে তাপন মূল্য বলে।
কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপনমূল্য বেশি।
10. ওজোনস্তর ধ্বংসে NO, NO₂ এবং CFC-এর ভূমিকা আলোচনা করো।
উঃ উত্তর দেখতে ক্লিক করুন
11. স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?
উঃ স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হল এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে।
12. গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কী কী উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো।
উঃ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে উপায় গুলি হল-
1. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে তার ফলে কার্বন ডাই অক্সাইড এর উৎপাদন হ্রাস পাবে।
2. বনভূমির সংরক্ষণের দিকে নজর দিতে হবে অর্থাৎ বনভূমি ধ্বংস না করে নতুন বনভূমির সৃষ্টির পরিকল্পনা করতে হবে। বনভূমি গ্রীন হাউসের প্রভাবকে হ্রাস করতে মুখ্য ভূমিকা পালন করে।
3. ক্লোরো ফ্লুোরো কার্বন বা CFC গ্যাসের উৎপাদন এবং ব্যবহার বন্ধ করতে হবে।
4. সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে।
13. কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো।
উঃ কয়লা খনির মিথেন আহরণ করার পদ্ধতিঃ
কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস (CH₄) আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির 100-150 মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয়।এই কুপের দুটি নির্গমন পথ থাকে। প্রথমে কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয়। ফলে কয়লার অভ্যন্তরে
থাকা মিথেন গ্যাস নির্গত হয় এবং কূপের নির্গমন পথে মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে উঠে আসে। এরপর মিথেন গ্যাসকে কম্প্রেসর স্টেশনে পাঠিয়ে সংরক্ষণ করা হয়।
মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতিঃ
1100 মিটার নীচে সমুদ্রের তলদেশে শিলাস্তরের নীচে মিথেন হাইড্রেট পাওয়া যায়।
14. মিথেন হাইড্রেট কী?
উঃ মিথেন হাইড্রেট হল 4CH₄, 23H₂O সংকেতবিশিষ্ট বরফের মতো দেখতে একটি সাদা কেলাসাকার কঠিন পদার্থ, এর মধ্যে 13.4% মিথেন থাকে। এই মিথেন হাইড্রেটকে আগুনে বরফ (Fire ice) বলে।
Verry good
Nice
Khub helpful ata👍
Thank you sir