ভাইরাসকে জীব ও জড়ের অন্তর্বর্তী বলে কেন?
ভাইরাসকে জীব ও জড়ের অন্তর্বর্তী বলে কেন?
অথবা
ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন?
উত্তরঃ ভাইরাসের দেহে জড় বস্তুর লক্ষণ ও জীব বা প্রাণের লক্ষণ উভয়ই একই সঙ্গে দেখা যায়। (i) প্রোটোপ্লাজম বিহীন ভাইরিয়নই হল ভাইরাসের গঠনগত একক। (ii) ভাইরাসের দেহে বহিঃকোশীয় দশা ও অন্তঃকোশীয় দশা নামক দুটি দশা দেখা যায়। (iii) ভাইরাস বহিঃকোশীয় দশায় সম্পূর্ণ জড় বস্তুর মতো আচরণ করে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। (iv) ভাইরাস অন্তঃকোশীয় দশায় পোষক কোশের ভিতরে জীবের মতো আচরণ করে এবং সেখানে বংশবিস্তার করে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যেতে পারে যে, যেহেতু একই ভাইরাসের দেহে একই সঙ্গে জড় বস্তুর মতো আচরণ ও প্রাণের অর্থাৎ সজীব বস্তুর মতো আচরণ করে, তাই ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়ে থাকে।