জেলিফিশ কি ? জেলিফিশের বৈশিষ্ট্য ও জেলিফিশ কোন পর্বের প্রাণী
জেলিফিশ কি ? জেলিফিশের বৈশিষ্ট্য গুলি কি কি?
জেলিফিশ কি ?
উত্তরঃ জেলিফিস সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী। এদের পৃথিবীর সর্বত্র মহাসাগরে দেখতে পাওয়া যায়। এরা সমুদ্রে স্রোতের টানে ভেসে বেড়ায়। ভাটারসময় বেলাভূমিতে ভেসে বেড়ায়।
জেলিফিশের বৈশিষ্ট্য
জেলিফিশের সনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হল -
(i) জেলির মতো নরম থলথলে এবং অর্ধস্বচ্ছ ছত্রাকৃতি দেহ।
(ii) মুখছিদ্র আছে কিন্তু পায়ুছিদ্র বলে কিছু নেই।
(iii) ছত্রাকার দেহের তলদেশ থেকে আঙুলের মতো চারটি অংশ ঝুলানো অবস্থায় থাকে এবং দেহের প্রান্তদেশে চক্রাকারে কর্ষিকা সাজানো থাকে।
জেলিফিসকে মাছ বলে না কেন?
উত্তরঃ জেলিফিস একটি অমেরুদণ্ডী একনালিদেহী (নিডারিয়া) পর্বের প্রাণী সেইজন্য এদের মাছ বলা যায় না।