বজ্রনাদ শুনলে বজ্রপাতে মৃত্যুর ভয় থাকে না কেন?
বজ্রনাদ শুনলে বজ্রপাতে মৃত্যুর ভয় থাকে না কেন?
উঃ বজ্রনাদ শুনলে বজ্রপাতে মৃত্যুর ভয় থাকে না কারণ বজ্রপাত ও বজ্রনাদ একই সময় হয়। কিন্তু শব্দের বেগ আলোর বেগের অপেক্ষা অনেক কম বলে বাজ পড়লে শব্দ আসতে বেগ খানিকটা সময় লাগে। বজ্রপাতে মৃত্যু ঘটলে তা সঙ্গে সঙ্গে হয়। বজ্রনাদ শোনবার আগেই তার মৃত্যু হয়।