বল ও গতি নবম শ্রেণী অনুশীলনী প্রশ্ন উত্তর

বল ও গতি প্রশ্ন উত্তর

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

1. সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল-(a) চলন 
গতি (b) বৃত্তীয় গতি (c) ঘূর্ণন গতি (d) দোলগতি
উঃ (b) বৃত্তীয় গতি
2. সরণ-এর—(a) শুধু মান আছে (b) শুধু অভিমুখ আছে (c) মান এবং অভিমুখ উভয় আছে (d) মান এবং অভিমুখ কোনােটিই নেই 
উঃ (c) মান এবং অভিমুখ উভয় আছে
3. সমবেগে গতিশীল বস্তুর -- (a) ত্বরণ বাড়তে থাকে (b) ত্বরণ কমতে থাকে (c) মন্দন থাকে (d) ত্বরণ থাকে না।
উঃ (d) ত্বরণ থাকে না।
4. মন্দনের si একটি হল- (a) cms⁻² (b) m s⁻² (c) ms⁻¹ (d) km s⁻²
উঃ (b) ms⁻¹
5. বেগ-সময় লেখ ও সময়-অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্দেশ করে— (a) সরণ (b) ত্বরণ (c) মদন (d) দ্রুতি 
উঃ (a) সরণ
6. জাড্যের ধারণা দেয়—(a) নিউটনের প্রথম সূত্র (b) নিউটনের দ্বিতীয় সূত্র (c) নিউটনের তৃতীয় সূত্র (d) ভরবেগ সংরক্ষণ সূত্র।
উঃ (a) নিউটনের প্রথম সূত্র
7. নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল- (a) F =m/a (b) a =m/F (c) F=ma (d) F=mg
উঃ (c) F=ma
8. নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি হল-
(a) 1 ডাইন = 10⁵ নিউটন (b) 1 নিউটন = 10⁵ ডাইন (c) 1 নিউটন = 1 ডাইন (d) 1 নিউটন = 10 ডাইন 
উঃ (b) 1 নিউটন = 10⁵ ডাইন
9. একটি বস্তুর ভরবেগ থেকে ধারণা পাওয়া যায় বস্তুটির --- (a) ভরের (b) বেগের (c) ওজনের (d) গতির 
উঃ (d) গতির 
10. বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু-সংস্থার রৈখিক ভরবেগ (a) অপরিবর্তিত থাকে (b) বাড়তে থাকে (c) কমতে থাকে (d) সম্পর্কে কিছু বলা যায় না 
উঃ (a) অপরিবর্তিত থাকে ।
11.একটি গাড়ির বেগ 36 km/h থেকে বেড়ে 72 km/h হয় 10 সেকেন্ডে। গাড়িটি ত্বরণের মান হয়—(a) 5 m/s² (b) 2 m/s² (c) 3.6 m/s² (d) 1m/s²
উঃ (c) 3.6 m/s²
12. 20 m/s বেগে গতিশীল একটি কণায় 4 m/s² ত্বরণ উৎপন্ন হয় 2 সেকেন্ড পরে কণাটির বেগ হবে (a) 22 m/s (b) 16 m/s (c) 12 m/s (d) 8 m/s 
উঃ v= 20 m/s
a= 4 m/s²
t= 2 সেকেন্ড
আমরা জানি, v = u + at
সুতরাং, 20= u + 4×2
20= u+ 8
u= 20-8= 12m/s
কণাটির বেগ 12m/s
13. বেগ-সময় লেখের নতি নির্দেশ করে—(a) সরণ (b) ত্বরণ (c) বেগ (d) দ্রুতি 
উঃ (b) ত্বরণ
14. সরল দোলগতিবিশিষ্ট একটি কণার ওপর ক্রিয়াশীল বল-(a) দূরত্বের সমানুপাতিক হয় (b) ত্বরণের সমানুপাতিক হয় (c) সরণের সমানুপাতিক হয় (d) শূন্য হয় 
উঃ (c) সরণের সমানুপাতিক হয়
15. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়- (a) বলের সংজ্ঞা (b) বলের পরিমাপ (c) ভরবেগ (d) সবগুলি
উঃ (b) বলের পরিমাপ।
16. যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হল-
(a) ভরের সংরক্ষণ সূত্র (b) শক্তির সংরক্ষণ সূত্র
(c) ভরবেগের সংরক্ষণ সূত্র (d) এর কোনােটিই নয়
উঃ (c) ভরবেগের সংরক্ষণ সূত্র
17. কোনটি সঠিক? (a) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অসমান হয় (b) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একমুখী হয় (c) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই বস্তুতে প্রযুক্ত হয় (d) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়।
উঃ (d) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়।
18. ভরবেগের এসআই এককটি হল—(a) g cms⁻¹ (b) kg ms⁻¹ (c) N (d) J
উঃ (b) kg ms⁻¹

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

1. এই মহাবিশ্বে কি পরম স্থির বস্তু আছে? 
উঃ পরম স্থির বস্তু এই মহাবিশ্বে নেই।
2. একটি স্থির বস্তুর বেগ কত? 
উঃ শূন্য।
3. গতির প্রথম সমীকরণটি লেখো।
উঃ গতির প্রথম সমীকরণ v= u + at
যেখানে, v= অন্তিম বেগ
u = প্রাথমিক বেগ
a = ত্বরণ
t= সময়
4. বলের একটি প্রভাব উল্লেখ করো। 
উঃ একটি বল একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারে।
5. নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। 
উঃ F= ma
যেখানে, F = বল
m= বস্তুর ভর
a= ত্বরণ
6. একটি বস্তুর জড়তার পরিমাপ কী? 
উঃ বস্তুর ভর।
7. বলের SI পরম এককটি কী?
উঃ বলের SI পরম একক নিউটন।
৪. একপ্রকার বলের নাম উল্লেখ করো।
উঃ  চৌম্বক আকর্ষণ বল।
9. ভরবেগের CGS এককটি উল্লেখ করো। 
উঃ গ্রাম সেন্টিমিটার/ সেকেন্ড
10. ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যে সম্পর্ক কী? 
উঃ ক্রিয়া বল যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়া বল ততক্ষণ স্থায়ী হয়।
11. পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো।
উঃ পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো-
F= (∆m/∆t)v
যেখানে, F = বল
m= বস্তুর ভর
v= বেগ
t= সময়।
(∆m/∆t) = সময়ের সাপেক্ষে ভর পরিবর্তনের হার।
12. ত্বরণ-এর সংজ্ঞা লেখো। 
উঃ সময়ের সাপেক্ষে কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
ত্বরণ = বেগের পরিবর্তন/ সময়
13. 1 নিউটন বল কাকে বলে? 
উঃ এক কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড ² ত্বরণ সৃষ্টি হয় সেই বলকে 1 নিউটন বল বলে।
14. কার্যকর বল বলতে কী বোঝ?
উঃ একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য না হয় তাহলে সেই বলগুলিকে কার্যকর বল বলে।
15. স্পর্শ বলের দুটি উদাহরণ দাও। 
উঃ স্পর্শ বলের দুটি উদাহরণ ধাক্কা, ঘর্ষণ, টান
16. নিউক্লিয় বল কী? 
উঃ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউটন কণাগুলির মধ্যে যে খুব শক্তিশালী আকর্ষণ বল ক্রিয়া করে তাকে নিউক্লিয় বল বলে।
17. ক্ষেত্র বলের দুটি উদাহরণ দাও। 
উঃ মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল
18. সরণ-এর সংজ্ঞা লেখো। 
উঃ কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়।
19. বল কাকে বলে? 
উঃ বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোন বস্তুর স্থির অবস্থাকে সচল করতে পারে বা সচল বস্তুর গতির মান ও অভিমুখের পরিবর্তন ঘটাতে পারে তাকে বল বলে।
20. সমদ্ৰুতি কিন্তু অসমবেগবিশিষ্ট গতির একটি উদাহরণ দাও।
উঃ উত্তর দেখতে ক্লিক করুন।

বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো

উত্তর করে দেয়া হয়েছে
(i) বেগ পরিবর্তনের হার - (c) ত্বরণ
(ii) বন্দুকের প্রতিক্ষেপ বেগ- (e) নিউটনের তৃতীয় গতিসূত্র
(iii) ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল- (b) সমান ও বিপরীত
(iv) বলের পরিমাপ - (a) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
(v) কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া -(d) স্থিতিজাড্য
শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও
1. দূরত্ব একটি .....রাশি।
উঃ স্কেলার রাশি।
2. ভর ও বেগের গুণফলকে ..... বলে।
উঃ ভরবেগ বলে।
3. কার্যকর বল একটি বস্তুতে ..... সৃষ্টি করে।
উঃ গতির।
4. ত্বরণের SI এককটি হল ..…......
উঃ ত্বরণের SI একক মিটার/সেকেন্ড ²
5. ভরবেগের SI এককটি হল ...…....
উঃ কিলোগ্রাম মিটার/ সেকেন্ড
6. ....... হল ঋণাত্মক ত্বরণ।
উঃ মন্দন হল ঋণাত্মক ত্বরণ।
7. নিউক্লিয় বল ...... দূরত্বের মধ্যে ক্রিয়া করে।
উঃ 10⁻¹⁵ মিটার।
8. 1 dyne সমান ........ N
উঃ 1 dyne = 10⁻⁵ N
সত্য / মিথ্যা নিরূপণ করো
1. সরল দোলগতি একটি সরল পর্যাবৃত্ত গতি।
উঃ সত্য
2. বলের CGS এককটি হল নিউটন।
উঃ মিথ্যা
3. স্থিতিজাড্যের জন্য দৌড় প্রতিযোগী চূড়ান্ত সীমারেখায় আসার সঙ্গে সঙ্গে স্থির হতে পারে না।
উঃ মিথ্যা
4. মহাবিশ্বে যে-কোনো দুটি বস্তু পরস্পরকে মহাকর্ষীয় বলের দ্বারা আকর্ষণ করে।
উঃ সত্য।
5. ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী রকেট গতিশীল হয়।
উঃ সত্য।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

1. “স্থিতি হল আপেক্ষিক”—ব্যাখ্যা করো।
2. চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখো।
3. দূরত্ব এবং সরণের মধ্যে দুটি পার্থক্য লেখো।
4. বেগ-এর সংজ্ঞা লিখে এর SI এবং CGS এককগুলি উল্লেখ করো।
5. ত্বরণ এবং মন্দন কাকে বলে?
6. স্থির অবস্থা থেকে 2 m/st ত্বরণ নিয়ে চলতে শুরু করে 3 সেকেন্ড পরে একটি কণার বেগ কত হবে?
7. নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো।
8. নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
9. নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। একটি উদাহরণ দাও।
10. রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো।
11. সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
12. এক ব্যক্তি পূর্বদিকে 12m হাঁটার পরে উত্তর দিকে 5m হাঁটল। ব্যক্তিটির সরণ নির্ণয় করো।
13. একটি কণা 7cm ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ অতিক্রম করে তার প্রাথমিক অবস্থানে ফিরে এল। কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে?
14. “ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যুগপৎ”-ব্যাখ্যা করো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url