শীতকালে আমরা উলের তৈরি জামা কাপড় পরি কেন?
উঃ উল বা পশমের জামাকাপড়কে চলতি কথায় গরমের পোশাক বললেও আসলে পোশাকগুলি কিন্তু গরম নয়। আসলে উল বা পশমের তৈরি জামাকাপড়ের ফাঁকে ফাঁকে বেশি পরিমাণ বায়ু আবদ্ধ থাকে। উক্ত বায়ু তাপের কুপরিবাহী বলে এই বায়ুস্তর দেহের তাপকে বাইরে আসতে বাধা দেয়। ফলে শরীরের তাপ বাইরে না আসতে পারার জন্য আমরা গরম বোধ করি।