শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন?
উঃ শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে শরীর গরম রাখার জন্য। পালক ফোলানোর ফলে পালকের ফাঁকে ফাঁকে অতিরিক্ত বায়ুস্তর আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে পাখীর শরীরের তাপ বাইরে আসতে পারে না। ফলে পাখির শরীর গরম থাকে।