পরিমাপ নবম শ্রেণী প্রশ্ন উত্তর
নবম শ্রেণী পরিমাপ প্রশ্ন উত্তর
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো
1. বলের মাত্রীয় সংকেত – (a) [MLT⁻¹] (b) [MLT⁻²] (c) [ML²T¹] (d) [ML²T⁻²]
উঃ (b) [MLT⁻²]
2. LT⁻² যে ভৌতরাশির মাত্রীয় সংকেত তা হল – (a) বেগ (b) ত্বরণ (c) ভরবেগ (d) সরণ
উঃ (b) ত্বরণ
3. একটি অনিয়মিত আকারের ও কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন— (a) স্কেল ও তুলাযন্ত্র (b) আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্র (c) আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচ (d) আয়তনমাপক চোঙ ও স্কেল
উঃ (b) আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্র।
4. নীচের কোন্টি স্কেলার রাশি?
(a) বল (b) ভরবেগ (c) ত্বরণ (d) কার্য
উঃ (d) কার্য
5. চাপের SI একক হল—(a) পাস্কেল (b) নিউটন (c) জুল (d) ওয়াট
উঃ (a) পাস্কেল
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক
1. ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো।
উঃ ML⁻³
2. একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই।
উঃ আপেক্ষিক গুরুত্ব।
3. ভরবেগের মাত্রীয় সংকেত লেখো।
উঃ MLT⁻¹
4. একটি ভৌতরাশির নাম লেখো যার মাত্রা নেই, কিন্তু একক আছে।
উঃ কোণ এমন একটি ভৌতরাশি যার মাত্রা নেই, কিন্তু একক আছে।
5. আলোকবর্ষ মৌলিক একক, না লব্ধ একক?
উঃ আলোকবর্ষ মৌলিক একক।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তত্ত্বের সামঞ্জস্য বিধান করো
উত্তর করে দেওয়া হয়েছে
(i) শক্তির একক - (d) কিলোওয়াট-ঘণ্টা
(ii) বস্তুরভারমাপক যন্ত্র - (c) স্প্রিং তুলা
(iii) চাপের একক - (a) ডাইন/সেন্টিমিটার²
(iv) বস্তুরভরমাপক যন্ত্র - (b) সাধারণ তুলা
শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও
1. ......= সাংখ্যমান × ওই রাশির একক।
উঃ কোনো রাশির পরিমাপ = সাংখ্যমান × ওই রাশির একক।
2. ক্ষমতা হল একটি ........... রাশি।
উঃ স্কেলার রাশি।
3. ........... এর একক কিলোওয়াট আওয়ার।
উঃ শক্তির একক কিলোওয়াট আওয়ার (kWh)
4. .....সাহায্যে বস্তুর ভর মাপা হয়।
উঃ সাধারণ তুলাযন্ত্র সাহায্যে বস্তুর ভর মাপা হয়।
5. SI-তে বলের একক ............
উঃ SI তে বলের একক নিউটন।
সত্য / মিথ্যা নিরুপণ করো
1. পারমাণবিক গুরুত্ব একটি এককবিহীন রাশি।
উঃ সত্য
2. ভরবেগের মাত্রীয় সংকেত [MLT⁻¹] |
উঃ সত্য।
3. আলোকবর্ষ একটি মৌলিক একক।
উঃ সত্য
4. সামতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়।
উঃ সত্য
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
1. একক কাকে বলে?
উঃ আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো ভৌতরাশির নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ পরিমাণ যার সাহায্যে ওই ভৌতরাশির পরিমাপকে সুবিধাজনকভাবে প্রকাশ করা যায়, তাকে ওই রাশির একক বলা হয়।
উদাহরণ – দৈর্ঘ্যের SI একক মিটার (m)।
2. এককসহ একটি স্কেলার ও একটি ভেক্টর-রাশির নাম লেখো যাদের একক তিনটি মৌলিক একক দিয়ে গঠিত।
উঃ কার্য , বল
কার্য স্কেলার রাশি যার এসআই একক জুল।
বল ভেক্টর-রাশি যার এসআই একক নিউটন।
3. মৌলিক ও লব্ধ একক কাকে বলে?
উঃ মৌলিক একক: যেসব রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক দিয়ে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয়, সেই এককগুলিকে মৌলিক বা প্রাথমিক একক বলে। উদাহরণ – দৈর্ঘ্য, ভর ও সময়ের SI একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড এগুলি মৌলিক একক।
লব্ধ একক: এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত অন্যান্য ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলে।
4. তুলাযন্ত্রের সুবেদিতা কাকে বলে?
উঃ যে ধর্মের জন্য সাধারণ তুলা সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে, তাকে তুলার সুবেদিতা বলে।
5. জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব আয়তনমাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে?
পরিমাপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়।
2. বল কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উঃ স্প্রিং তুলা।
3. ক্রোনোমিটার এর সাহায্যে কি মাপা হয়?
উঃ সময়।
4. কার্য কোন রাশি?
উঃ কার্য স্কেলার রাশি।
5. একক বিহীন রাশির উদাহরণ দাও।
উঃ পারমাণবিক ভর, আণবিক ভর, পদার্থের আপেক্ষিক গুরুত্ব।
6. দীপন প্রাবল্যের একক কি?
উঃ ক্যান্ডেলা ( cd)
7. তড়িৎ প্রবাহের একক কি?
উঃ অ্যাম্পিয়ার।
8. কোণের একক কি?
উঃ রেডিয়ান
9. কোণ পরিমাপের যন্ত্রের নাম কি?
উঃ ক্লাইনোমিটার।
10. ঘন কোণের একক কি?
উঃ স্টেরেডিয়ান।
11. ভরবেগের এস আই একক কি?
উঃ ভরবেগের এস আই একক কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg m/s)।
12. বলের SI একক কি?
উঃ নিউটন।
13. শক্তির এসআই একক কি?
উঃ জুল।
14. চাপের এস আই একক কি?
উঃ পাস্কেল।
15. কম্পাঙ্কের এসআই একক কি?
উঃ হার্জ।
16. 1 ফার্মি = কত মিটার?
উঃ 1 ফার্মি 10-¹⁵ মিটার।
17. পরমাণু নিউক্লিয়াসের ব্যাস ও ব্যাসার্ধ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
উঃ ফার্মি।
18. তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
উঃ অ্যাংস্ট্রম।
19. খুব ছোট দৈর্ঘ্য মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
উঃ ন্যানোমিটার।
20. আণুবীক্ষণিক বস্তু, অতি ক্ষুদ্র অণুজীবের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?
উঃ মাইক্রোন বা মাইক্রোমিটার।
21. খুব বড়ো দৈর্ঘ্য মাপার জন্য কি ব্যবহার করা হয়?
উঃ আলোকবর্ষ।
22. আলোকবর্ষ কিসের একক?
উঃ দৈর্ঘ্যের একক।
23. আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক?
উঃ আলোকবর্ষ মৌলিক একক।
24. নক্ষত্রের ব্যাস পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়?
উঃ পারসেক।
25. হীরকের ভর মাপা হয় কোন এককে?
উঃ ক্যারেট এককে।
26. কোথায় ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়?
উঃ সামান্য ত্রুটি দূর করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়।
27. অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়।
উঃ আয়তনমাপক চোঙের সাহায্যে।
28. ওজন বাক্সে ভরের অনুপাত কি?
উঃ 5:2:2:1