নবম শ্রেণী- পদার্থ : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ অনুশীলনী প্রশ্ন উত্তর
পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ অনুশীলনী প্রশ্ন উত্তর
1. একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাফ দিলে সেটি—(a) শক্তি শোষণ করবে, (b) শক্তি বর্জন করবে (c) কোনো শক্তি লাভ করবে না (d) উপরের কোনোটিই করবে নাউঃ (a) শক্তি শোষণ করবে।
2. 16টি প্রোটন, 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন সংবলিত নমুনাটি চার্জসহ শনাক্ত করো- (a) S¹⁻ b) Si²⁻ (c) p³ (d) S²⁻
উঃ (d) S²⁻
3. নীচের কোন্টির ক্ষেত্রে পজিটিভ চার্জ এবং ভর যথাক্রমে এক একক এবং 1 u-
(a) ইলেকট্রন (b) নিউট্রন (c) প্রোটন (d) কোনোটিই নয়
উঃ (b) নিউট্রন
4. ম্যাগনেশিয়াম এবং কার্বনের প্রত্যেকটির 3.011×10²³ সংখ্যক পরমাণু থাকবে – (a) 24 g ম্যাগনেশিয়াম এবং 6g কার্বনে (b) 12g কার্বন এবং 24 g ম্যাগনেশিয়ামে (c) 20 g ম্যাগনেশিয়াম এবং 10 g কার্বনে (d) 12 g ম্যাগনেশিয়াম এবং 6g কার্বনে
উঃ (d) 12 g ম্যাগনেশিয়াম এবং 6g কার্বন
5. কোন্টি ইমালসন নয়? (a) দুধ (b) মাখন (c) ফেস ক্রিম (d) শেভিং ক্রিম
উঃ (d) শেভিং ক্রিম
6. 40°C-এ 100 g জলে সর্বাধিক 36 g NaCl দ্রবীভূত করা যায়। 40°C-এ NaCl-এর দ্রাব্যতা – (a) 36g (b) 36 (c) 36gm (d) 36 gms
উঃ (b) 36
7. ক্ষারীয় দ্রবণে যে নির্দেশক বেগুনি বর্ণ ধারণ
করে সেটি হল—(a) মিথাইল অরেঞ্জ (b) মিথাইল রেড (c) ফেনলথ্যালিন (d) লিটমাস
উঃ (c) ফেনলথ্যালিন
8. নীচের কোনো একটি পদার্থ অজীর্ণ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সেটি হল – (a) সোডিয়াম হাইড্রক্সাইড (b) ম্যাঙ্গানিজ হাইড্রক্সাই (c) ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড (d) পটাশিয়াম হাইড্রক্সাইড
উঃ (c) ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড
9. একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির সম্ভাব্য pH হল – (a) 7 (b) 7-এর থেকে কম (c) 0 (d) 7-এর থেকে বেশি
উঃ (d) 7-এর থেকে বেশি
10. সমুদ্রজল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি—(a) পাতন (b) বাষ্পীভবন (c) আংশিক পাতন (d) পরিস্রাবণ
উঃ (a) পাতন
11. আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় – (a) আলকাতরা (b) সমুদ্রজল (c) জল ও তেলের মিশ্রণ (d) ঘোলা জল
উঃ (a) আলকাতরা
12. সমগ্র জলের মধ্যে মিষ্টি জলের শতাংশিক পরিমাণ হল – (a) 46% (b) 32% (C) 16% (d) 2.5%
উঃ (d) 2.5%
13. কাগজশিল্প থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক—(a) ক্যাডমিয়াম (b) মার্কারি (c) লেড (d) নিকেল
উঃ (b) মার্কারি সালফেট
14. নীচের কোন্ পদার্থ হ্রাস পাওয়ার ফলে ইউট্রোফিকেশন হয়? (a) দ্রবীভূত হাইড্রোজেন (b) দ্রবীভূত অক্সিজেন (c) দ্রবীভূত নাইট্রেট (d) দ্রবীভূত খনিজ লবণ
উঃ (b) দ্রবীভূত অক্সিজেন
15. জলের অস্থায়ী খরতার জন্য দায়ী – (a) CaCl₂ (b) MgCl₂ (c) CaCO₃ (d) Mg (HCO₃)₂
উঃ (d) Mg (HCO₃)₂
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
1. পরমাণুর যে-কোনো কক্ষপথে সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত?
উঃ 2n²
2. কোনো মৌলের পরমাণুতে 3টি ইলেকট্রনীয় কক্ষপথ এবং সর্বশেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে। ওই মৌলের পরমাণু-ক্রমাঙ্ক কত?
উঃ 2+8+7= 17
3. 3.6 g জলে কত মোল জলের অণু আছে?
উঃ আমরা জানি, কোন মৌলের পরমাণুর মোল সংখ্যা = ওই মৌলের গ্রামে প্রকাশিত ভর/ ওই মৌলের গ্রাম পারমানবিক ভর
এখানে, জলের গ্রাম পারমানবিক ভর 18
অতএব মোল সংখ্যা =3.6 g/18 = 0.2 মোল
4. 0.2 মোল অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম?
উঃ 0.2× 16 = 3.2 গ্রাম
5. 10% কস্টিক সোডা দ্রবণ বলতে কী বোঝায়?
উঃ 100 ml কস্টিক সোডা দ্রবণে 10 gm কস্টিক সোডা দ্রবীভূত আছে।
6. 250mL জলীয় দ্রবণে 4g NaOH দ্রবীভূত আছে। দ্রবণটির g L⁻¹ এককে শক্তিমাত্রা কত?
উঃ 250mL জলীয় দ্রবণে 4g NaOH দ্রবীভূত আছে।
1mL জলীয় দ্রবণে 4/250 NaOH দ্রবীভূত আছে।
1000 ml বা 1 L জলীয় দ্রবণে 4× 1000/250 = 16 NaOH দ্রবীভূত আছে।
দ্রবণটির শক্তিমাত্রা 16 g L⁻¹
7. চর্বি কোন্ দ্রাবকে দ্রবীভূত হয়?
উঃ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব দ্রাবক যেমন- ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, বেঞ্জিন
8. সোডিয়াম কার্বনেট দ্রবণে মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে?
উঃ হলুদ বর্ণ।
9. একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো।
উঃ কপার সালফেট [CuSO₄, Cu(OH)₂], সোডিয়াম অ্যাসিটেট ( CH₃COONa)
10. প্রশম জলীয় দ্রবণের pH কত?
উঃ 7
11. ইথার (স্ফুটনাঙ্ক 35°C) ও বেঞ্জিনের (স্ফুটনাঙ্ক 80°C) মিশ্রণকে কোন্ পদ্ধতিতে পৃথক করা যায়?
উঃ আংশিক পাতন পদ্ধতি।
12. কোন্ পদ্ধতিতে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন পদার্থ পৃথক করা যায়?
উঃ আংশিক পাতন
13. জলের অস্থায়ী খরতার জন্য দায়ী একটি যৌগের নাম ও সংকেত লেখো।
উঃ ক্যালসিয়াম বাই কার্বনেট Ca(HCO₃)₂, ম্যাগনেসিয়াম বাই কার্বনেট Mg(HCO₃)₂
14. জলের ফুওরাইড দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
উঃ ফ্লুওরোসিস
15. জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো।
উঃ ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামস্য বিধান করো
উত্তর গুলি দেওয়া হলো-
(i) নিউট্রন নেই এমন পরমাণু - (c) হাইড্রোজেন
(ii) অ্যাভোগাড্রো সংখ্যার মান - (a) 6.023×10²³
(iii) কঠিন এরোসল হল - (d) ধোঁয়া
(iv) pH স্কেল আবিষ্কার করেন - (b) বিজ্ঞানী সোরেনসেন
(i) মৌলের আইসোটোপগুলির - (d) পরমাণু ক্রমাঙ্ক এক
(ii) আর্সেনিক দূষণে সৃষ্ট রোগ - (c) ব্ল্যাক ফুট ডিজিজ
(iii) কোলয়েডীয় দ্রবণ হল - (a) ভাতের ফ্যান
(iv) আম্লিক দ্রবণের pH-এর মান - (b) 7-এর থেকে কম
শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও
1. পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মক কণার নাম-------
উঃ ইলেকট্রন।
2. ₁₇cl³⁷ পরুমাণুর নিউক্লিয়াসে ..টি নিউট্রন থাকে।
উঃ 37-17= 20 টি নিউট্রন থাকে।
3. কোনো পদার্থের 1 মোলের মধ্যে......
পরমাণু, অণু বা আয়ন থাকে।
উঃ 6.022×10²³
4. STP-তে কোনো গ্যাসের 1 মোল-অণুর আয়তন ..... লিটার।
উঃ 22.4 লিটার।
5. 1 মোল ইলেকট্রন হল ..... সংখ্যক ইলেকট্রন।
উঃ 6.022×10²³
6. সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে ফেনলপথ্যালিন.... এবং সোডিয়াম কার্বনেট দ্রবণে ---
উঃ হলুদ বর্ণ।
7. পেট্রোলিয়ামের উপাদান হাইড্রোকার্বনসমূহ ------ পদ্ধতির সাহায্যে পৃথক করা হয়।
উঃ আংশিক পাতন
8. পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ থেকে....... পদ্ধতির সাহায্যে জল ও পটাশিয়াম নাইট্রেট পৃথক করা হয়।
উঃ পাতন পদ্ধতির
9. ভারতীয় মান অনুযায়ী জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা.....mg/L
উঃ 0.02 mg/L
সত্য / মিথ্যা নিরূপণ করো
1. পরমাণুর সবচেয়ে ভারী কণা প্রোট্রন।
উঃ মিথ্যা
2. হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি শূন্য।
উঃ মিথ্যা
3. STP তে 7g নাইট্রোজেনের আয়তন 22.4L
উঃ মিথ্যা
4. আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য।
উঃ সত্য
5. কোনো পদার্থের দ্রাব্যতা প্রকাশ করতে
উষ্ণতা ও চাপ উল্লেখ করা অবশ্যই প্রয়োজন।
উঃ সত্য
6. জল ও পেট্রোলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।
উঃ মিথ্যা
7. স্ফুটনের সাহায্যে স্থায়ী খরতা দূর করা
যায় না।
উঃ মিথ্যা
8. কেরাটোসিস ফুওরাইড দূষণ ঘটিত রোগ।
উঃ মিথ্যা