এক কেজি তুলো এক কেজি লোহা অপেক্ষা ভারী—এ কথার তাৎপর্য কী?
এক কেজি তুলো এক কেজি লোহা অপেক্ষা ভারী—এ কথার তাৎপর্য কী?
উঃ সাধারণত আমরা বায়ুতে বস্তুর ওজন করে থাকি। আমরা যে বস্তুর ওজন বায়ুতে নিয়ে
থাকি তা বস্তুর প্রকৃত ওজন নয় – আপাত ওজন। বায়ুর প্লবতার কথা বিবেচনা করলে, যেহেতু তুলোর আয়তন লোহা অপেক্ষা বেশি, তাই তুলোর উপর ঐ প্লবতার মানও অপেক্ষাকৃত বেশি। সুতরাং বায়ুশুন্য স্থানে প্লবতার অনুপস্থিতিতে তুলোর পাল্লা বেশি ভারী দেখাবে।