সম্পদের নির্গমন বলতে কি বোঝ?
সম্পদের নির্গমন কি?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরবর্তীকালে যে বিপুল পরিমাণে অর্থ যুদ্ধের ক্ষতিপূরণ, বাণিজ্য ও উপঢৌকন এমনকি আরো পরবর্তীকালে বিদেশিপুঁজি লগ্নির গ্যারান্টি ও হোমচার্জ বাবদ ইংরেজরা ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে নিয়ে যায়, এটি ইতিহাসে ‘সম্পদের নির্গমন’ বা ‘Drainage of Wealth' নামে পরিচিত।