Article কাকে বলে? Article কত প্রকার কি কি এবং Article করার সহজ নিয়ম
Article কাকে বলে কত প্রকার কি কি এবং Article করার সহজ নিয়ম
A, An, The — এই word গুলিকে ইংরেজীতে Article বলে।
বস্তুতঃ A, An, The 👉 adjective-এর মত noun-এর পূর্বে বসে বাক্যমধ্যস্থিত noun-কে বিশেষিত করে। এগুলি কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে। এজন্য এগুলিকে Determiners বা নির্দেশকও বলে।
Article কত প্রকার কি কি?
Article দুই প্রকার যথা -
(a) Indefinite Article
(b) Definite Article
Indefinite article কাকে বলে উদাহরণ দাও।
A ও An এই দুটি Indefinite Article.
A ও An একটি মাত্র অনির্দিষ্ট বস্তু, ব্যক্তি ও প্রাণীকে বোঝায়।
অর্থাৎ আমরা যেকোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে উল্লেখ করতে হলে A অথবা An ব্যবহার করি।
যেমনঃ A দিয়ে-
A book—একটি বই
A crow-একটি কাক
A snake – একটি সাপ
আবার An দিয়ে-
An umbrella-একটি ছাতা
An ox – একটি ষাঁড়
An ass –একটি গাধা
Definite article কাকে বলে উদাহরণ দাও।
The –এই Article-টি নির্দিষ্ট ব্যক্তি; বস্তু ও প্রাণীকে বুঝায়। সুতরাং 'The' এই Article-টিকে Definite Article বলে।
The boy-বালকটি
The table—টেবিলটি
The horse-ঘোড়াটি
এখানে The boy নির্দিষ্ট বালককে, The table নির্দিষ্ট করে টেবিলটিকে বোঝাচ্ছে। বাংলা ভাষায় টি, টা, খানা, খানি, গুলি প্রভৃতি বোঝাতে ইংরেজী The Article-টি ব্যবহার করা হয়।
Article করার সহজ নিয়ম
Article A এর ব্যবহার
(i) যে word-এর প্রথম letter-টি consonant তার পূর্বে A বসে। যেমন— A man, A cat, A bat,
(ii) যদি ‘u’ vowel-এর উচ্চারণ ইউ-এর মত হয় তাহলে ‘An’ বসে না A বসে।
যেমন— A University, A European, A union.
(iii) যদি 'o' এর উচ্চারণ ‘wa' (ওয়া) হয় তবে সেই wordএর পূর্বে a বসে।
যেমন— A one-eyed man, A one-rupee note, A watch.
An-এর ব্যবহার
(i) যে word-এর প্রথম letter-টি vowel ( যেমন-A,E,I,OU) তার পূর্বে An বসে। যেমন— An ox, An apple, An umbrella.
বিশেষ কয়েকটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হয় যেমন-
(ii) যদি কোনো word-এর প্রথমে 'h' এই consonant-টি অনুচ্চারিত থাকে এবং পরে vowel থাকে তবে সেই word-টির পূর্বে ‘a' বসে না। সেক্ষেত্রে 'an' বসে।
যেমন— An honest man, An hour, An heir.
(vi) কোনো word-এর প্রথম letter-টি consonant হলেও যদি vowel-এর মত উচ্চারিত হয় তবে সেই word-এর পূর্বে 'an' বসে। যেমন—
He is an M. A.
He is an M. L. A. / M. B. B. S.
The -এর ব্যবহার বিধি
(i) কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা প্রাণী বোঝাতে ‘the’ বসে।
যেমন— The pen, The man, The cat.
(ii) জাতি বা শ্রেণী বোঝাতে Singular Number এর পূর্বে 'The' বসে। যেমন-
The cow is a four-footed animal -গোরু চতুষ্পদ প্রাণী।
The dog is very faithful - কুকুর অত্যন্ত বিশ্বস্ত।
কিন্তু মানুষ জাতি বোঝাতে ‘man’-এর পূর্বে The’ বসে না।
Man is mortal—মানুষ মরণশীল।
(iii) কোন জাতির নাম বোঝাতে The বসে।
যেমন – The English is a brave nation- ইংরেজরা সাহসী জাতি।
The French fought hard- ফরাসীরা তুমুল সংগ্রাম করেছিল।
কিন্তু কোনো ভাষার নামের পূর্বে 'The' বসে না।
যেমন - He speaks Bengali –সে বাংলায় কথা বলে।
French is a hard language -ফরাসী একটি কঠিন ভাষা।
He speaks English fluently – তিনি অনর্গল ইংরেজি বলেন।
(iv) যে বস্তুগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি করে বিদ্যমান সেই সব word- এর পূর্বে The বসে।
যেমন— The Sun / The moon / The earth / The north/ The Sky / The Jupiter.
(v) নদী, সাগর, পর্বতশ্রেণী, উপসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, দ্বীপপুঞ্জ, জাহাজ, প্রসিদ্ধ অট্টালিকা প্রভৃতির নামের পূর্বে ‘The’ বসে। যেমন—
The Ganga
The Brahmaputra.
The Indian Ocean
The Atlantic Ocean.
The Himalayas
The Vindhyas.
The Persian gulf
The Bay of Bengal
The Geeta (ধর্মগ্রন্থ)
The Statesman. (সংবাদ পত্রের নাম)
The Titanic. (জাহাজের নাম)
The Andamans. (দ্বীপপুঞ্জের নাম)
The Taj Mahal. (প্রসিদ্ধ অট্টালিকার নাম)
(vi) বাদ্যযন্ত্রের নামের পূর্বে The বসে।
যেমন— The harmonium, The violin.
(vii) বিশেষ অর্থযুক্ত স্থানের নামের পূর্বে The বসে। যেমন – The Punjab. The Deccan. The U. S. A.
(viii) কোনো কোনো ব্যক্তির পদসূচক নামের পূর্বে 'The' ব্যবহার হয়ে থাকে। যেমন---
The king, The chief minister.
The Headmaster, The District Magistrate.
(ix) School, hospital, church প্রভৃতি কতকগুলি শব্দের পূর্বে অর্থ বিশেষে কোনো Article বসে না। কিছু অর্থবিশেষে Article বসে।
He goes to school. এখানে school-এর আগে article বসে নি। বাক্যটির অর্থ, সে স্কুলে যায়। সে লেখাপড়া শিখতে স্কুলে যায়। এই অর্থ বোঝায়।
He goes to the school-এর মানেও সে স্কুলে যায়। কিন্তু লেখাপড়া করতে যায় না, যায় অন্য কারণে।
He goes to hospital—সে হাসপাতালে যায়। চিকিৎসার ব্যাপারে।
কিন্তু He goes to the hospital-এর অর্থও, সে হাসপাতালে যায়, কিন্তু যায় চিকিৎসা ছাড়া অন্য কারণে।
তেমনি He goes to church – সে উপাসনার উদ্দেশ্যে চার্চে যায়।
He goes to the church. উপাসনার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে সে চার্চে যায়।
(x) প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার পূর্বে The বসে। যেমন-
The August Revolution, The Sepoy Revolt.
The যেখানে ব্যবহার হয় না
একটি মাত্র বোঝালেও যেখানে The ব্যবহার হয় না। যেমন-
(i) একটি মাত্র দ্বীপ, একটি মাত্র পর্বত, একটি মাত্র শৃঙ্গ বোঝাতে The বসে না।
Ceylon, Satpura, Mt Everest.
(ii) কোনো ব্যক্তি, স্থান, মাস, বার প্রভৃতি নামের পূর্বে ‘The’ বসে না।
Vivekananda, Calcutta, London, Sunday, January.
(iii) Uncountable Noun ও Abstract Noun-এর পূর্বে The বসে না। যেমন—
Water is very useful— জল খুব প্রয়োজনীয়।
Gold is a precious metal —সোনা মূল্যবান ধাতু ।
Honesty is a virtue— সততা একটি গুণ।