কবুলিয়ত ও পাট্টা কি? কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন এবং কেন?
কবুলিয়ত ও পাট্টা
কবুলিয়ত ও পাট্টা কি?
উঃ শেরশাহ প্রবর্তিত কবুলিয়ৎ হল রাজকীয় অধিকার এবং পাট্টা হল প্রজাসাধারণের অধিকারের নির্দেশক।
সরকার প্রজাকে জমির সীমানা, স্বত্ব প্রভৃতি স্বীকার করে একটি দলিল প্রদান করত। তাকে বলা হত পাট্টা।
প্রজারাও তাদের কর্তব্য, স্বত্ব ও খাজনার পরিমাণ উল্লেখ করে সরকারকে একটি দলিল জমা দিত। তাকে বলা হত কবুলিয়ৎ।
কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন এবং কেন?
উঃ কবুলিয়ত ও পাট্টা শেরশাহ প্রবর্তন করেন কারণ- শেরশাহের সাম্রাজ্যের স্বার্থরক্ষার ব্যাপারে যেমন রাজস্বের প্রয়োজন ছিল, তেমনি প্রজাদের স্বার্থরক্ষাও বাস্তবায়িত করার জন্য 'কবুলিয়ৎ’ ও ‘পাট্টার’ ব্যবস্থা করেন।